মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই, বলিউড কাঁপিয়ে ফিরে এল মাদক-বিতর্ক। এবার মাদককাণ্ডে নাম জড়িয়েছে শাহরুখ খানের ছেলের। বলিউডের কিং খানের ছেলে আরিয়ান-সহ ৮ জনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB)।
এই ঘটনায় বলিউডের সঙ্গে মাদক যোগের বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল এনসিবি প্রধান জানিয়েছেন, তদন্তের জাল বিস্তৃত করে ওই রেভ পার্টির আয়োজকদের সমন করা হয়েছে।
এস এন প্রধান বলেন, এর সঙ্গে বলিউড সংযোগ রয়েছে এবং আমরা মামলার সমস্ত দিক তদন্ত করে দেখছি। এই মাদক মামলায় আমরা প্রধান সরবরাহকারী থেকে শুরু করে গোটা চক্রের তদন্ত করছি।
এদিকে, এনসিবি সূত্রে খবর, প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের এক বন্ধুকে গ্রেফতার করেই নাকি এই রেভ পার্টির বিষয়ে খবরাখবর মিলেছিল।
তদন্তকারীদের দাবি, সপ্তাহখানেক আগে গোয়া থেকে বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস দেমেত্রিয়েডসকে মাদক যোগে গ্রেফতার করে এনসিবি। সূত্রের খবর, দেমেত্রিয়েডস-এর গ্রেফতারির পরই তাঁরা হোটেল ব্যবসায়ী কুণাল জানির হদিশ পান।
কয়েকদিন আগে কুণাল জানিকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, কুণাল জানি ছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু। পরে কুণালের বিরুদ্ধে মাদক ব্যবসার মিডলম্যান হিসেবে কাজ করার অভিযোগ ওঠে।
এনসিবি সূত্রে খবর, এই কুণালকে জেরা করেই ক্রুজে রেভ পার্টির কথা জানা যায়। পার্টিতে মাদকের ব্যবহার হতে পারে বলে আগে থেকে খবর ছিল তাদের কাছে। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবি-র দুঁদে অফিসারেরা ক্রুজে সওয়ার হন।
সূত্রের খবর, ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ (MDMA/ecstasy) ট্যাবলেট, ৫ গ্রাম এমডি (mephedrone) ড্রাগ ও ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান, দাবি এনসিবি-র, ফোন পাঠানো হল ফরেন্সিকে
আরও পড়ুন: মাদক যোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান, করা হচ্ছে মেডিক্যাল টেস্ট, খবর এনসিবি সূত্রে