মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলার মাদক যোগ তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গত মাসে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করেছিল। ২০১৭-তে তথাকথিত একটি ড্রাগ চ্যাট প্রকাশ্যে আসার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এনসিবি-র জিজ্ঞাসাবাদের পর ‘বাজীরাও মস্তানি’ অভিনেত্রী ইতিমধ্যেই তাঁর আসন্ন সিনেমা শকুন বাত্রা-র শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন।

এরইমধ্যে সংবাদসংস্থা সূত্রে খবর, বলিউডের মাদককাণ্ডে ফের দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মাকে সমন পাঠালো এনসিবি। আজ করিশ্মার প্রকাশকে এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল তাঁকে এই সমন পাঠানো হয়েছে বলে খবর। এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, মাদককাণ্ডে দীপিকা পাড়ুকোনের ম্যানেজারকে ফের সমন পাঠানো হয়েছে।
এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এনসিবি করিশ্মার ভারসোভার বাড়িতে হানা দিয়ে ১.৭ গ্রাম চরস ও ২ বোতল সিবিডি তেল উদ্ধার করেছে।
এনসিবি-র এক আধিকারিক ওই সংবাদমাধ্যমকে জানান, এক মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে করিশ্মা প্রকাশের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে তাঁর বাসভবনে গতকাল তল্লাশি চালানো হয়।
ওই আধিকারিক আরও জানান যে, এই তল্লাশির সময় বাড়িতে ছিলেন না করিশ্মা প্রকাশ। তবে তাঁর পরিচিত উপস্থিত ছিলেন। এনসিবি-র ওই আধিকারিক জানিয়েছে, তলব করা হলেও করিশ্মা প্রকাশের ফোন সুইচড অফ রয়েছে করিশমার। এমনকি তিনি কোথায় আছেন তাও জানা যায়নি।
এই মামলায় দীপিকার কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন এনসিবি-র ওই আধিকারিক।
গত ২৬ সেপ্টেম্বর কোলাবার মুম্বই পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে দীপিকা পাড়ুকোনকে ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। পাঁচ সদস্যের সেই টিমে ছিলেন স্বয়ং এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। দীপিকার পাশাপাশি সেদিন দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশকে।এর আগে ২৫ সেপ্টেম্বর আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল করিশ্মাকে। পরদিন দীপিকার মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ।