সাতসকালে সল্টলেক এফডি ব্লকে পুজো মণ্ডপে ভয়াবহ আগুন, ভিতরেই ছিল প্রতিমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2020 07:17 AM (IST)
ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল।
কলকাতা: সল্টলেকের এফডি ব্লকে পুজো মণ্ডপে ভয়াবহ আগুন। সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ওই মণ্ডপে আচমকাই আগুন লাগে। ওই সময় মণ্ডপে প্রতিমা ছিল। আগুনে সম্পূর্ণ মণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল। কীভাবে আগুন লাগল, তা জানতে মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রতিমার কী অবস্থা, তা জানার চেষ্টা করা হচ্ছে।