আর সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে ওই সাংবাদিককে তখন তাঁর মুখে মাস্ক ঠিকঠাক করে নিতে দেখা যাচ্ছে। লাইভ সম্প্রচারের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এমনই সময় আচমকা এক চোর তাঁর হাত থেকে ফোন কেড়ে দৌড়ে পালিয়ে যায়। সাংবাদিকও ছাড়ার পাত্র নন। তিনিও চোরের পিছু ধাওয়া করেন। চোর ততক্ষণে একটি গলিতে ঢুকে পড়েছে। স্থানীয়রাও সাংবাদিকের সাহায্যে এগিয়ে আসেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ভিডিওতে যে সাংবাদিককে দেখা গিয়েছে, তাঁর নাম দিয়েগো ডেমারকো। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে বুয়েনস এয়ার্সে এই ঘটনা ঘটেছে।
এই চুরির ঘটনার পর ওই সাংবাদিক চ্যানেলে তাঁর প্রতিবেদন পেশ করেন। সৌভাগ্যবশত স্থানীয়রা চোরের কাছ থেকে দিয়েগোর ফোন ফেরত নিয়ে আসতে সক্ষম হন।
দিয়েগো জানান, স্থানীয়রা ওই চোরকে চিহ্নিত করতে সক্ষম হন এবং তার কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
ওই সাংবাদিক জানিয়েছেন, এই অপ্রত্যাশিত ঘটনার জন্য স্থানীয় লোকজন তাঁর কাছে খেদও প্রকাশ করেন। দিয়েগো স্থানীয়দের সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।