নয়াদিল্লি: মাদক মামলায় আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি আগামী মঙ্গলবার। আজই বম্বে হাইকোর্টে শুনানির হওয়ার কথা ছিল। পিছিয়ে গিয়ে তা হচ্ছে ২৬ অক্টোবর। শাহরুখ পুত্রের আইনজীবী জানিয়েছেন এই খবর। উল্লেখ্য, আদালতে আইনজীবী সতীশ মানশিন্ডে আবেদন জানান, এই মামলার শুনানি আগামীকাল বা সোমবার করা হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত জানায়, আগামী মঙ্গলবারই এই মামলার শুনানি হবে। 


মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর দেখা করতে গেলেন শাহরুখ খান। এদিন সকালে ছোট গাড়িতে, কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে আর্থার রোড জেলে যান তিনি। নিয়ম মেনে জেলে ছিলেন মিনিট পনেরো-কুড়ি। জেল সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, জেলে ঢোকার আগে নিয়ম মেনে নিজের আধার কার্ড সমেত সব নথি দেখিয়েছেন শাহরুখ। কথাবার্তার সময় কাচের দেওয়ালের ওপারে ছিলেন আরিয়ান। ঘরে হাজির ছিলেন জেলের চার নিরাপত্তা রক্ষী। করোনার জেরে এতদিন জেলবন্দিদের সঙ্গে আত্মীয় পরিজনেদের দেখা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা ছিল মহারাষ্ট্র সরকারের। আজই সেই নিয়ম শিথিল করা হয়েছে। 


আরও পড়ুন: Aryan Khan Drug Case: নিরাপত্তা বাড়িয়ে আরিয়ান খানকে পাঠানো হল বিশেষ ব্যারাকে, খবর সূত্রের


উল্লেখ্য, ২ অক্টোবর গোয়াগামী ক্রুজ থেকে আরিয়ানকে আটক করে এনসিবি। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে, বুধবারই মাদককাণ্ডে ফের খারিজ হয়ে যায় শাহরুখ-পুত্রর জামিনের আর্জি। বিশেষ NDPS আদালতে ছ’দিনের মধ্যে দু’বার খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা হত শাহরুখ-পুত্র আরিয়ান খানের। শাহরুখ-পুত্রের জামিনের বিরোধিতা করে আদালতে এমনই দাবি করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। 


এর আগে ১৪ অক্টোবর আরিয়ানের জামিন খারিজ করে আদালত। ৮ অক্টোবর মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খরিজ করে। তার পর থেকেই জেলে রয়েছেন শাহরুখ-পুত্র।


আরও পড়ুন: Aryan Khan Update: মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান