মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউডে মাদক-যোগ কাণ্ডের তদন্তে চার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রকুলপ্রীত সিংহ, শ্রদ্ধা কপূর ও সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
হোয়াটস্যাপে তথাকথিত একটি ড্রাগ-চ্যাট প্রকাশ্যে আসার পর তাঁরা তদন্তের আওতায় আসেন। ওই চ্যাটে মাদক নিয়ে কথাবার্তা হয়েছিল বলে অভিযোগ।
সম্প্রতি এই মামলায় যে রিপোর্ট সামনে এসেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, দীপিকা, সারা, শ্রদ্ধা ও রকুলদের আর্থিক খতিয়ান খতিয়ে দেখবে এনসিবি। রিপোর্টে আরও বলা হয়েছে, ওই তারকাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিতও খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা।
জানা গেছে, এনসিবি ইতিমধ্যেই তাঁদের গত তিন বছরের ক্রেডিট কার্ড পেমেন্ট যাচাই করে দেখছে। মাদক সংক্রান্ত যোগ রয়েছে, এমন কোনও ক্ষেত্রে কোনও পেমেন্ট করা হয়েছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর করতেই ক্রেডিট কার্ড পেমেন্টে নজর তদন্তকারীদের।


অন্যদিকে, এনবিএ আধিকারিকরা জানিয়েছেন, চার অভিনেত্রীই মাদকের ব্যবহারের কথা অস্বীকার করেছেন। হোয়াটস্যাপ মেজেজে তাঁরা হাতে পাকানো সিগারেটকে বোঝাতেই “doob” শব্দ ব্যবহার করা হয়েছে। সারা, দীপিকা, রকুল ও শ্রদ্ধা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা সিগারেট পর্যন্ত খান না।
এনসিবি আধিকারিক বলেছেন, অভিনেত্রীরা স্বেচ্ছায় তাঁদের মোবাইল ফোন দিয়েছেন। ওই ফোনগুলির টেকনিক্যাল অ্যানালিসিসে সমস্ত সন্দেহের নিরসন হবে।