কলকাতা: এ এক্কেবারে প্রেমের গল্প। কিন্তু সেখানেও রয়েছে ট্যুইস্ট। আসছে নীল ভট্টাচার্য্য ও শ্যামৌপ্তি মুদলি-র নতুন ধারাবাহিক 'অমর সঙ্গী' (Amar Sangi)। সদ্যই মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের টিজার। আর সেখানেই হদিশ পাওয়া যাচ্ছে সেই প্রেমের গল্পে। 


টিজারের একেবারে শুরুতে দেখা যায়, একটি অডি গাড়িতে করে শ্যামৌপ্তিকে (চরিত্রের নাম শ্রী) প্রিন্সেপ ঘাটে ঘুরতে নিয়ে যাচ্ছেন নীল (চরিত্রের নাম রাজ)। আর সেখানেই আসে বৃষ্টি। ভিজতে থাকে শ্রী। হঠাৎ রাজের কাছে ছুটে এসে বলে, তোমার বৃষ্টিতে ভিজতে ভাল লাগে না? এমন করে ভিজেছো কোনোদিনও? রাজের কথার কোনও উত্তর না শ্রী ছুঁড়ে ফেলে দেয় রাজের হাতের ছাতা। বৃষ্টিতে ভিজতে থাকে দুই প্রেমিক প্রেমিকা। 


এরপরেই গল্পের অন্য মোড়। ছাপোষা একটি বাড়িতে জামাকাপড় গোচ্ছাচ্ছে রাজ। আর বাড়ির বাইরে তাগাদা করতে এসেছে দুজন ভাড়ার গাড়ি আর জামার জন্য। তখনই পরিষ্কা হয় গল্পের সবটা। প্রেম করার জন্য দামি পোশাক আগ গাড়ি ভাড়ায় নেয় রাজ। আসলে সে নিতান্ত ছাপোষা ঘরের ছেলে। ছাদ দিয়ে জল পড়ে বাড়ির। রাজের বাড়ির লোকের ভয়, সব সত্যিটা জানতে পারলে রাজকে মেনে নেবে তো শ্রী? রাজের আত্মবিশ্বাস, শ্রী তাকে কখনও ভুল বুঝবে না। কিন্তু হঠাৎ শ্রী রাজের বাড়িতে চলে আসে। সবটা জেনে গিয়েছে সে। অভিমান ভরা গলায় শ্রী বলে, 'ভালই যদি বাসলে তাহলে মিথ্যের আশ্রয় নিলে কেন?' এবার কী করবে রাজ? সেই উত্তর ধারাবাহিকের গল্পে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ধারাবাহিকের সম্প্রচারের সময় ও দিন। 


এই প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত নীলের স্ত্রী তৃণা সাহা (Trina Saha)। সোশ্যাল মিডিয়ায় তিনি কমেন্ট করেছেন, 'সুপারহিট'। কেবল তৃণা নন, শুভেচ্ছা জানিয়েছেন অনেক নেটিজেনরাই।          


 






আরও পড়ুন: Janhvi Kapoor: ব্রেক আপের পরে নিজেই কান্নাকাটি করে ফিরতে চাইতেন প্রেমিকের কাছে, কেন এমনটা করতেন জাহ্নবী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।