কলকাতা: ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)-তে নতুন মোড়। শ্বশুরবাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছে বর্ষা। পর্ণা কী তাকে ফিরিয়ে আনতে পারবে? বাঁচাতে পারবে বিপদের থেকে? 

এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, বর্ষার সামনে প্রকাশ্যে চলে আসে তার স্বামী অর্ণব আর তার বোন সোহিনীর সম্পর্কে আসল সত্যিটা। এই পরিস্থিতিতে, বর্ষাকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় অর্ণব। এরপরে তার অজান্তেই তাকে দিয়ে আসে নিষিদ্ধপল্লীতে। জ্ঞান ফিরে, নিজেকে নিষিদ্ধপল্লীতে আবিষ্কার করে বর্ষা। প্রথমটা যে বুঝে উঠতেই পারে না কী ঘটেছে তার সঙ্গে। পরবর্তীকে সবটা বুঝতে পেরে, নিষিদ্ধপল্লী থেকে পালাতে চায় বর্ষা। কিন্তু এত সোজা হয় না বিষয়টা। 

অন্যদিকে, বর্ষার শ্বশুরবাড়ি থেকে গায়েব হয়ে যাওয়ার খবর পৌঁছয় পর্ণা আর সৃজনের কাছে। বর্ষাকে উদ্ধার করার জন্য রাস্তায় বেরোয় পর্ণা আর সৃজন। হদিশ পাওয়ার চেষ্টা করে বর্ষার। কিন্তু বর্ষা যে নিষিদ্ধপল্লীতে রয়েছে, তা তাদের কল্পনারই বাইরে। এই পরিস্থিতিতে কী করবে পর্ণা আর সৃজন? সমস্ত বাধা পেরিয়ে কী পর্ণা আর সৃজন উদ্ধার করতে পারবে বর্ষাকে? সেই রহস্যেরই সমাধান হবে ধারাবাহিক 'নিম ফুলে মধু'-র আগামী এপিসোডকে। 

প্রসঙ্গত, এই ধারাবাহিকে এর আগে দেখানো হয়েছিল, ছোট্ট পুঁটিকে ভয় দেখাচ্ছিল স্যুইটি। পর্ণার কাছে পুরো সত্যিটা পরিষ্কার হতেই, নতুন প্ল্যান করে পর্ণা। পর্ণা ঠিক করে, স্যুইটির মুখ থেকে সব সত্যি কথা বের করার জন্য ভূত সেজে স্যুইটিকেই ভয় দেখায়। পর্ণার এই পরিকল্পনায় হাত মেলায় সৃজন,  রুচি, জেঠু, চয়ন, পিকলুরা। এই এপিসোডে পর্ণার লুক সেট করা হয়েছিল ভুলভুলাইয়া ছবির মঞ্চুলিকা অর্থাৎ বিদ্যা বালনের (Vidya Balan) আদলে। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল পর্ণার এই লুক। অনেকে যেমন প্রশংসা করেছিলেন, অনেকে বলিউডকে নকল করার অভিযোগও করেছিলেন।

 

 

আরও পড়ুন: Rukmini Maitra: 'দেবের জন্যই কাজ পাচ্ছেন', সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত মন্তব্য প্রভাব ফেলে রুক্মিণীর ওপর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।