কলকাতা: সোমবার সকাল সকাল মন খারাপ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। গত শুক্রবার অর্থাৎ ৫ জুলাই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ (Hoichoi) মুক্তি পেয়েছে 'বিজয়া' (Bijoya)। ছেলের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যের কারণ খুঁজতে এক মায়ের লড়াইয়ের গল্প বলে এই সিরিজ। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিরিজটি বেশ প্রশংসা পাচ্ছে। কিন্তু তাও 'মন কেমন করছে' স্বস্তিকার, কিন্তু কেন?
প্রশংসিত 'বিজয়া', তাও মন খারাপ স্বস্তিকার
সোমবার সকালে মেয়ের সঙ্গে বেশ কিছু ছবির কোলাজ পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 'বিজয়া' বলে এক মায়ের গল্প। প্রসঙ্গত, অভিনেত্রীর মেয়েও মায়ের থেকে অনেকটাই দূরে থাকেন পড়াশোনার জন্য। 'বিজয়া' মুক্তির পর দর্শক যখন নিজেদের সন্তানদের কথা মনে করছেন, তখন খানিক মন খারাপ স্বস্তিকারও।
এদিন মেয়ে অন্বেষার একটি ছোটবেলার ছবির সঙ্গে নিজের সঙ্গে মেয়ের তিন ভিন্ন সময়ের ছবির কোলাজ করে পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লিখলেন, 'সবাই বিজয়া নিয়ে এত কিছু বলছে, সবাই নিজেদের সন্তানদের কথা বলছে, সে তারা দূরে থাক বা কাছে, আমারটাও কত দূরে থাকে, সবার কথা শুনে আমারও মন কেমন করছে...। কতদিন দেখতে পাই না, ওই ভিডিও কলটাই জীবনের ধন। মাম্মাই, সোনা মেয়ে আমার, পৃথিবীর সবচেয়ে ভাল মেয়ে। মায়েরা একইরকম, কোথাও গিয়ে আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের গল্প দেখুন 'হইচই'-এ। বিজয়াদের জন্য রইল অনেকটা ভালবাসা।'
আরও পড়ুন: Bollywood Update: মাসি হলেন অনন্যা পাণ্ডে, পরিবারের নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত নায়িকা
'বিজয়া' মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি। সিরিজের গল্প এক কলেজে সদ্য পড়তে আসা পড়ুয়ার আকস্মিক মৃত্যুকে ঘিরে। সমাজের উচ্চশ্রেণির ধনী পরিবারে জন্মানো এক ছাত্র নিজের আনন্দের জন্য জুনিয়রদের ব়্যাগিং করে। এরপরই সেই পড়ুয়ার মৃত্যু। আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও মানতে নারাজ মৃত ছাত্রের মা। তাঁর লড়াইয়ের গল্প বলে এই সিরিজ যে চরিত্রে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।