Jio Unlimited 5G: প্রায় সমস্ত রিচার্জ প্ল্যানের (Jio New Recharge Plans) ট্যারিফ বাড়িয়েছে রিলায়েন্স জিও। স্বভাবতই অনেকেরই প্রতি মাসের মোবাইল রিচার্জের (Jio Prepaid Recharge Plans) খরচ একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু দাম বাড়ানোর পরেও জিও- র বেশ কিছু প্রিপেড     (Jio Recharge Plan Tariffs) রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনি সাশ্রয়ের সুযোগ পাবেন। সেই সঙ্গে আবার পাওয়া যাবে আনলিমিটেড ৫জি ডেটাও। এমনিতে নয়া নিয়ম অনুসারে জিও- র দৈনিক ২ জিবি ডেটা পরিষেবা পাওয়ার রিচার্জ প্ল্যান কিংবা তার থেকে বেশি পরিমাণ ডেটার ক্ষেত্রেই আনলিমিটেড ৫জি পাবেন গ্রাহকরা। অর্থাৎ আগে যেমন দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানেও আনলিমিটেড ৫জি পরিষেবা পাওয়া যেত এখন আর তা পাওয়া যাবে না। বরং প্রতিদিন ২ জিবি ডেটা বা তার থেকে বেশি পরিমাণে ডেটা পাওয়ার যে সমস্ত প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে সেখানেই শুধুমাত্র আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। 


তবে এর মধ্যেও ইউজারদের জন্য 'ট্রু আনলিমিটেড আপগ্রেড'- এর আওতায় তিনটি নতুন এবং সস্তার প্ল্যান এনেছে রিলায়েন্স জিও ইনফোকম। ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকা- এই তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটার পরিষেবা পাবেন। আপনার ফোনে একটি রিচার্জ প্ল্যান ইতিমধ্যেই রিচার্জ করা থাকলে তার পরেও এই তিন প্ল্যানের যেকোনও একটি রিচার্জ করলে আপনি পরিষেবা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য গত ৩ জুলাই থেকে কার্যকর হয়েছে রিলায়েন্স জিও- র নতুন রিচার্জ প্ল্যানগুলি। 


৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে ইউজারদের জন্য কী কী সুবিধা রয়েছে দেখে নিন 



  • ৫১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রিলায়েন্স জিও ইউজারদের দেবে ৩ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা। 

  • ১০১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পাবেন ৬ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি পরিষেবা। 

  • ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে জিও দিচ্ছে ৯ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি সার্ভিস। 


৬১ টাকার ৫জি আপগ্রেড অ্যাড-অন প্ল্যানটি বন্ধ করে দিয়েছে জিও। এই রিচার্জ প্ল্যানে ইউজার তার মোবাইলে থাকা যেকোনও অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গেও ৫জি সার্ভিস পেতেন। ৬ জিবি ডেটা পাওয়া যেত এই প্ল্যানে। জিও এই রিচার্জ প্ল্যান সরিয়ে ইউজারদের জন্য চালু করেছে ১০১ টাকা। বলা ভাল ৬১ টাকার প্ল্যানটির দাম বেড়েছে ৪০ টাকা। 


আরও পড়ুন- প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতে চান? জিও আপনার জন্য নতুন কী কী রিচার্জ প্ল্যান এনেছে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।