কলকাতা: ২০১৮ সালে অঙ্গদ বেদী (Angad Bedi)-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নেহা ধুপিয়া (Neha Dhupia)। গোলাপি সেই বিয়ে দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরাও। একসঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পর পরই সেই স্বপ্নের ছন্দপতন! বিয়ের কিছুদিন পরেই প্রকাশ্যে আসে নেহা ধুপিয়া অন্তঃসত্ত্বা (Neha Dhupia)। সেই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল। বিয়ের পরে এত তাড়াতাড়ি নেহা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে আশাহত হয়েছিলেন অনুরাগীরা। সেই সময়ে নাকি নেহাকে শুনতে হয়েছিল অনেক কটু কথা ও। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন নেহা ধুপিয়া। কী বললেন অভিনেত্রী?
সদ্য নেহা ধুপিয়া তাঁর অন্তঃসত্ত্বা থাকাকালীন সমাজের একটি কদর্য রূপ দেখেছেন বলে দাবি করেছেন, আর সেখান থেকেই তিনি ‘ফ্রিডম টু ফিড’ ক্যাম্পেন-এর অনুপ্রেরণা করেছেন। তিনি বলেন, 'আমিই এমন একমাত্র অভিনেত্রী নই যে বিবাহের আগেই অন্তঃসত্ত্বা হয়েছি।' এই প্রসঙ্গে তিনি নীনা গুপ্ত (Nina Gupta) আর আলিয়া ভট্টের (Alia Bhatt) প্রসঙ্গ তুলে আনেন। পাশাপাশি নেহা এটাও বলেন যে কে কবে সন্তানের পরিকল্পনা করবে তা কেউ ঠিক করে দিতে পারেন না। নেহা শারিরীক পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছিলেন তিনি অন্তঃসত্ত্বা। এরপরেই তিনি ও অঙ্গদ বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের ৬ মাসের মধ্যেই জন্ম নেয় নেহা ও অঙ্গদের সন্তান। বিয়ের ৬ মাসের মধ্যে কীভাবে সন্তান জন্ম নিল, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে তাতে কর্ণপাত করেননি নেহা। তাঁর মতে, গর্ভাবস্থা একটা অসাধারণ অনুভূতি। তাকে কোনও কিছুর সঙ্গে তুলনা করা চলে না।
বিয়ের ৬ মাসের মধ্যেই নেহা জন্ম দেন তাঁর সন্তান মেহেরের। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নেহা বলেন, 'মহিলাদের জন্য এমন একটি খোলাখুলি এবং নিরাপদ স্থান প্রয়োজন, যেখানে গর্ভধারণ, স্তন্যপান এবং প্রসব পরবর্তী স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায়। মহিলাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা স্বাভাবিক করা উচিত। এর সঙ্গে নেহা ধুপিয়া মহিলাদের অনুভূতি এবং তাঁদের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোরও কথা বলেছেন। তাঁর মতে, সমাজের অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করে এমন বিষয়গুলির জন্য যদি তাঁকে ট্রোল করা হয়, তাতে তাঁর কিছু যায় আসে না এবং তিনি মহিলাদের সচেতন করার কাজ চালিয়ে যাবেন।