কলকাতা: 'রোডিজ়'-এর সেটে অসুস্থ নেহা ধুপিয়া (Neha Dhupiya)। শ্যুটিং চালকালীন মাথা ঘুরে পড়ে যান অভিনেত্রী। নেহা স্বাস্থ্যকর জীবনযাত্রার ওপরেই ভরসা রাখেন। নিয়মিত শরীরচর্চা করেন তিনি, খাওয়া দাওয়াও একেবারে পরিমিত। তবে হঠাৎ সেটেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শ্যুটিং। কিন্তু পরে সুস্থ হয়েই আবার শ্যুটিং শুরু করেন অভিনেত্রী। সময়ে শ্যুটিং শেষ করাই ছিল তাঁর লক্ষ্য। সেই কারণেই শো বন্ধ করে রাখতে চাননি তিনি। 

‘রোডিজ: ডবল ক্রস’-এ একেবারে চেনা ছন্দেই ছিলেন নেহা। তিনি চিরকালই স্পষ্টবক্তা। সেই সঙ্গে নেহা যেমন হাসি মজা ও করতে পারেন ভীষণ বুদ্ধিদীপ্তভাবে, তেমনই বিচারক হিসেবে তিনি সুচারুভাবে সম্পন্ন করেন নিজের দায়িত্বও। আজ শো -এর মধ্যে মাথা ঘুরে পড়ে গেলেও এখন একেবারেই সুস্থ রয়েছেন তিনি। নেহার কথায়, 'একটা শারীরিক সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখন ঠিক আছি। এই শো সবসময় নিজের গন্ডি নিজেই অতিক্রম করার কথা বলে। এই শো আমায় যে কোনও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উৎরে যাওয়ার সাহস যোগায়। কোনও বাধাই আমায় থামাতে পারবে না।'

বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না নেহা ধুপিয়াকে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'ব্যাড নিউজ' (Bad News) ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে ছবি মনের মতো হলেই তবেই তিনি সেই ছবিতে অভিনয় করেন। তবে ‘রোডিজ: ডবল ক্রস’- শো টিকে যথেষ্টই গুরুত্ব সহকারে দেখেন নেহা। এই শো-এর জন্য দেশের বিভিন্ন শহর ও গ্রাম থেকে অনেক প্রতিভারা এসেছেন, সেই কারণেই নেহার কাছে এই শো-এর গুরুত্ব সবচেয়ে বেশি।

সম্প্রতি নেহা ধুপিয়া একটি সাক্ষাৎকারে বলেন, ভিকি নাকি নেহার সন্তানদের সঙ্গে খুব আনন্দের সঙ্গেই সময় কাটান। ভিকি নাকি বাচ্চাদেরও সামলানও দারুণ। আর সেই কারণেই নেহার মনে করা হয়, ভিকি খুব ভাল একজন বাবা হবেন। ভিকি নাকি তাঁর সন্তানদের সামলেই তাঁর বাবা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। নেহা আরও বলেছেন, ভিকি আর ক্যাটরিনার সঙ্গে খুবই ভাল সম্পর্ক তাঁর। এমনকি ভিকি আর ক্যাটরিনার যখন প্রেমও হয়নি, তখন থেকেই আলাদা আলাদা করে দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন নেহা। আর সেই কারণেই ক্যাটরিনা যখন প্রথম ভিকির কথা বলতেন নেহাকে, তিনি বেশ অবাকই হতেন। পরে অবশ্য তিনি বিশ্বাস করে নেন, সত্যিই প্রেম করছেন ভিকি আর ক্যাটরিনা।

আরও পড়ুন: Amir Khan: বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির খান?