প্রেমিক রোহনপ্রীতের সঙ্গে বিয়ে সেরে ফেললেন নেহা কক্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 08:38 PM (IST)
বিয়ের অনুষ্ঠানে নেহার পরনে ছিল পিচরঙা লেহঙ্গা। রোহনপ্রীত পরেছিলেন শেরওয়ানি।
নয়াদিল্লি: শনিবার গায়ক রোহনপ্রীত সিংহের সঙ্গে বিয়ে হল নেহা কক্করের। এদিন রাজধানীতে আনন্দ করজ রীতি পালিত হয় দুজনের। বিয়ের অনুষ্ঠানে নেহার পরনে ছিল পিচরঙা লেহঙ্গা। রোহনপ্রীত পরেছিলেন শেরওয়ানি। গোলাপি রঙের গাঁটে বাঁধা দু’জনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। মিডিয়ায় ট্রেন্ডিং ‘নেহু দা বিয়া’। অক্টোবরের শুরুতেই গুঞ্জন শোনা যায়, রিয়ালিটি শোয়ের তারকা রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলিউড গায়িকা নেহা। সেই গুঞ্জনই বাস্তব হল। জানা যায়, করোনাকালে দিল্লিতে বসছে বিয়ের আসর। পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তেমন কাউকে আমন্ত্রণ না জানালেও বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি রাখছেন না নেহা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোকা ও গায়ে হলুদের ভিডিও। সূত্রের খবর, ২৬ অক্টোবর দিল্লিতে রিসেপশন পার্টি সারবেন নেহা।