কলকাতা: স্বামীর সঙ্গে সমস্যা চলছে সঙ্গীতশিল্পী নেহা কক্কর (Neha Kakkar)-এর? সদ্য তাঁর জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ্যে আসতে এই প্রশ্নই উঠেছিল অনুরাগীদের মধ্যে। যে স্বামী রোহনপ্রীতের সঙ্গে সবসময় বেঁধে বেঁধে থাকতেন নেহা, তাঁর জন্মদিন উদযাপনেই উপস্থিত রইলেন না সেই রোহনপ্রীত! এই ছবি দেখেই অনেকে ভেবে নিয়েছিলেন, হয়তো সমস্যা চলছে নেহা ও রোহনপ্রীতের মধ্যে। তবে আজ সোশ্যাল মিডিয়ায় রোহনপ্রীতের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে সেই জল্পনায় ইতি টানলেন খোদ নেহাই। 


সদ্য সোশ্য়াল মিডিয়ায় রোহনপ্রীতের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন নেহা। প্রতিটি ছবিতেই ধরা পড়েছে তাঁদের রসায়ন। ক্যাপশনে নেহা লিখেছেন, 'স্বামী রোহনপ্রীতের সঙ্গে অন্যতম সেটা ছুটিটা কাটিয়ে শহরে ফিরলাম।' আর কমেন্টবক্সে চোখ রাখতেই দেখা গিয়েছে অনুরাগীদের সমস্ত মজার মন্তব্য। নেহা ও রোহনপ্রীতের সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে, সেটা দেখে খুশি অনুরাগীরা। 


২০২০ সালে বিয়ে হয় নেহা ও রোহনপ্রীতের। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালবাসা উজাড় করা লেখা, ছবি শেয়ার করে নেন নেহা। সমস্ত উদযাপন, ছুটি কাটানো, সবেতেই পাশাপাশি দেখা যেত এই যুগলকে। তবে ছন্দপতন হয়েছিল এবছরের জন্মদিনে। পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেও ছিলেন না রোহনপ্রীত।


শুধু অনুপস্থিতিই নয়, সোশ্যাল মিডিয়াতেও নেহার জন্মদিনে কোনও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি রোহনপ্রীত। এমনকি তাঁর শেয়ার করা কোনও ছবিতেই রিয়্যাক্ট করেননি কোনওরকম। ২০২০ সালে প্রেম করেই বিয়ে নেহা আর রোহনপ্রীত। পেশায় রোহনপ্রীতও সঙ্গীতশিল্পী, বয়সে নেহার থেকে ৮ বছরের ছোট। তবে একে অপরকে দেখামাত্রই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন তাঁরা। 


এরপর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত তাঁদের সমীকরণের ছবি। এমনকি রোহনপ্রীতের একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল নেহাকে। সেই ভিডিও দেখে অনেকে বলেছিলেন, নেহা নাকি অন্তঃসত্তা। সেই জল্পনা উড়িয়ে দিয়ে নেহা জানান, এখনই তাঁদের সন্তানের পরিকল্পনা নেই। একসঙ্গে জীবন উপভোগ করতে চান তাঁরা। তবে সদ্য রোহনপ্রীতের নিস্তব্ধতা, নেহার জন্মদিনে অনুপস্থিতি যেন গুঞ্জন তৈরি করেছিল এই দুই জুটির মধ্যের ভাঙনের। সেসময়ে অবশ্য মুখে কুলুপ এঁকেছেন তাঁরা। তবে নেহার আজকের পোস্ট থেকে পরিষ্কার হল সবটাই।


আরও পড়ুন: Do You Know: 'ঘরে বসে আয়' করতে গিয়ে সর্বস্বান্ত ? সমাধানের পথ দেখাল কলকাতা পুলিশ


আরও পড়ুন: Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন