কলকাতা: করোনা পরিস্থিতিতে যখন ঘরবন্দি হয়ে গোটা বিনোদন দুনিয়ার মনখারাপ, তখন ডিজিটাল মাধ্যমে প্রথমবার আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড শো-এর। নীল রায় (Neil Roy) ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এটিই প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো।


শো-এর পরিচালক নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে বন্দি, তখনই এই ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-এর ভাবনা মাথায় আসে তাঁদের। গতবছর এই শো সম্পূর্ণভাবে ভার্চুয়ালি হলেও এবার অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা অভিনত্রীরা। এই শো-এর পরিকল্পনা করা হয়েছিল একেবারে অন্যরকমভাবে। ছোট্ট ছোট্ট রিল ভিডিও দিয়ে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এই বছর বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুটিং করতে পেরেছেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাই এবারের 'ফাফদা' (FAFDA) আরও ঝকঝকে হবে বলেই আয়োজকদের আশা। ইতিমধ্যেই বিভিন্ন তারকাদের সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঝলক। প্রায় ১২৪৫টা রিল বানানো হয়েছে গোটা শো-এর জন্য।  


আরও পড়ুন: ডাবিং শুরু 'সাবাশ মিঠু' ছবির, মজার ক্যাপশনে ছবি পোস্ট সৃজিতের


'ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিট্য়াল অ্যাওয়ার্ড শো' বা ফাফদা-র অনুষ্ঠান দর্শক অবশ্য দেখতে পাবেন ভার্চুয়ালি। অনুষ্ঠানে অংশ নিয়েছেন নীল ভট্টাচার্য্য, তৃণা সাহা, সন্দীপ্তা সেন, রাজদীপ গুপ্ত, পায়েল সরকার থেকে শুরু করে ইমন চক্রবর্তী (Iman Chakraborty), শান (Shaan), রূপম ইসলাম (Rupam Islam), বিক্রম ঘোষ (Vikram Ghosh) সহ বিভিন্ন পরিষরের একাধিক তারকা।


এই বছর প্রথম যখন এই অ্যাওয়ার্ড শো নিয়ে কথা বলতে তারকাদের কাছে গিয়েছিলেন নির্মাতা, তখন কেমন অভিজ্ঞতা হয়েছিল? এই শো-এর অন্যতম উদ্যোক্তা নীল রায় এবিপি লাইভকে বলছেন, 'প্রথম যখন অভিনেতা অভিনেত্রীদের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তাঁরা সবাই বেশ অবাক হয়েছিলেন। প্রায় ১২৪৫টা রিল বানানো এবং সেটা বিভিন্ন তারকাদের পেজ থেকে আপলোড করা, কেউ ভাবতেই পারেনি এইভাবে একটা অ্যাওয়ার্ড শো হতে পারে। পরিকল্পনাটা বোঝাতে সময় লেগেছিল অনেকটা। প্রথমে ১ মাস ধরে সবার মানে যোগদানকারীদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ছোট ছোট রিলসের মত করে অ্যাওয়ার্ড শো-এর বিভিন্ন মুহূর্ত আপলোড করা হবে। এরপর সব রিলকে ৯টা এপিসোডে ভেঙে দেখানো হবে। রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabonti Chatterjee) থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সবাই অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে।'


সবচেয়ে মনে রাখার মত হয়েছিল অভিজ্ঞতা হয়েছিল কোন তারকার সঙ্গে? এবিপি লাইভকে নীল বলছেন, 'একটা অ্যাওয়ার্ড টক-শোর আয়োজন করা হয়েছিল। বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানের জন্য ওনাকে যে সম্মানিক দেওয়া হয়েছিল সেটা উনি আর্টিস্ট ফোরামকে পুরোটাই দান করে দেন। করোনা পরিস্থিতিতে বিশাল ক্ষতির মুখ দেখেছে বিনোদন জগৎ। বুম্বাদার এই উদ্যোগ ভীষণ ভালো লেগেছিল।'