কলকাতা: একরত্তি মেয়েকে নিয়ে প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)-র মি-টাইম (Me Time)। সমুদ্রতটে মালতি আর নিজের সময় কাটানোর ছবি ক্যামেরাবন্দি করলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল মিষ্টি সেই সব ভিডিও। 


ভারত হোক বা বিদেশের বাড়ি, মেয়েকে কাছ-ছাড়া করেন না প্রিয়ঙ্কা। নিকের সঙ্গে প্রত্যেকটা ছুটি কাটানোর সময়েই প্রিয়ঙ্কা বা বাবার কোলে দেখা যায় একরত্তি মালতি মেরিকে। শুধু তাই নয়, বাড়িতেও মালতির একাধিক ক্যান্ডিড মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন প্রিয়ঙ্কা। আজ তিনি যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রতটে, বালির ওপর ছোট্ট ছোট্ট পায়ের ছাপ ফেলে ছুটে বেড়াচ্ছে মালতি, জল নিয়ে খেলছে। আর আর পাঁচজন মায়ের মতোই, মেয়েকে কড়া নজরে রেখেছেন প্রিয়ঙ্কা। যাতে তৈরিই না হয় কোনও অসাবধানতার মুহূর্ত। 


সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ভিডিওকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'মালতিকে একেবারে আপনার মতোই দেখাচ্ছে'। আরও একজন লিখেছেন, 'মালতি আপনার মতো মা পেয়ে সত্যিই লাকি।' কেউ লিখেছেন, 'খুব মিষ্টি মুহূর্ত। মালতি আর মায়ের জন্য এমন মুহূর্ত কাটানো ভীষণ গুরুত্বপূর্ণ।'


সদ্য ভারতে এসেছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিল মেয়ে মালতি ও ছেলে নিক। সবাইকে নিয়ে রামমন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন মা মধু চোপড়াও। হলুদ সাবেকি শাড়ি, পাঞ্জাবিতে মন্দিরে পুজো দিয়েছিলেন প্রিয়ঙ্কা। বলিউডে কাস্টি কাউচ নিয়ে একাধিকবার সরব হয়েছেন প্রিয়ঙ্কা। তিনি নিজেকেও এর স্বীকার বলেছেন বারে বারে। একসময় বলিউডে প্রিয়ঙ্কা এতটাই একা হয়ে গিয়েছিলেন যে একের পর এক ছবি থেকে অন্যায়ভাবে বাদ পড়েছিলেন তিনি। কেউ তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলত না। এই পরিস্থিতি থেকে কার্যত পালিয়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। হলিউডে। সেখানে আবার নতুন করে নিজের কেরিয়ার সাজিয়েছিলেন। 


 






আরও পড়ুন: Dev Tree Plantation: মানুষের সমর্থন পেয়ে এবার কথা রাখার পালা, ঘাটালে দেবের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু | ABP Ananda LIVE


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।