মুম্বই : অনুরাগ বসুর লুডো ছবিতে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। আপাতত আগামী বছরের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বচ্চন। তাঁর আগামী ছবি বব বিশ্বাস এবং দ্য বিগ বুল। এরইমধ্যে টুইটারে নেটিজেনের কমেন্টের জবাব দিলেন অভিষেক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন তিনি।
ছবি প্রদর্শক অক্ষয় রথী নামে অক্ষয় কুমারের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি লিখেছিলেন, এটা সত্যি অবাক করার মতো বিষয়, কীভাবে সময়ের মধ্যে অক্ষয় কুমার গোটা ছবির শ্যুটিং শেষ করেন। বাকি তারকাদেরও এই বিষয়টা শেখা উচিত। প্রায়শই তাঁদের ছবিই হিট হয়। অভিনেতাদের পরিকল্পনা করা উচিত।
অক্ষয় রথীর মন্তব্যের জবাব দেন অভিষেক বচ্চন। তিনি বলেন, সব অভিনেতা একইভাবে অভিনয় করতে পারেন না। প্রত্যেকের কিছু নিজস্বতা আছে। একেক জন একেক জিনিস থেকে অনুপ্রাণিত হন। এরপরই কোভিড পরবর্তী পরিস্থিতি সিনেমা নিয়ে একাধিক আলোচনা হয় তাঁদের। রথী লেখেন, গোটা প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় আনতে আরও অনেক বেশি কাজ করতে হবে। সেটা তখনই সম্ভব হবে, যখন প্রথম সারির অভিনেতারা জোর দেবেন। তাতে অন্তত মানুষ আশা দেখতে পাবেন।
অভিষেক সবসময় গুণমানের উপর জোর দেন। তিনি বলেন, শুধু সিনেমা বানানোর জন্য বানিও না। ভবিষ্যতে এটা বড় ক্ষতি করবে। রথী পাল্টা বলেন, কম সংখ্যক ছবির জন্য দেশজুড়ে সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যেতে পারে। অভিষেক বলেন, সেটা শুধুমাত্র হঠাৎ কোনও খারাপ পরিস্থিতি হলে। তবে খারাপ ছবি মানুষকে হল বিমুখ করবেন।