কলকাতা: একটা বাড়ি.. সেই বাড়িকে ঘিরেই অনেক ইতিহাস, অনেক আবেগ। মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি 'পালান' (Palan)-এর প্রথম ঝলক। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'। সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চলেছেন কৌশিক। পোস্টারও করা হয়েছে 'খারিজ' ছবির আদলে। কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। (Anjan Dutt, Sreela Majumdar and Mamata Shankar)। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও পাওলি দামকে (Paoli Dam)।  ১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপ্রীতম দাশগুপ্ত (Debapratim Dasgupta)। কৌশিকের এই নতুন ছবিতে দেবপ্রতীমকেও নতুনভাবে পাবেন দর্শক।


ছবির প্রথম ঝলকে দেখা যায় একটি বাড়ি। সেখানে ভেন্টিলেশনের অভাবে মারা গিয়েছিল পালান। তারপরে? একটা ভাঙাচোরা বাড়িকে ঘিরেই আবর্তিত হয় ছবির গল্প। সেখানে কখনও মমতাশঙ্কর বলছেন, 'বিয়ের পরে প্রথম এই বাড়িতে এসেছিলাম'। সেই বাড়িকে ঘিরে কখনও দাম্পত্যের গল্প.. কখনও আবেগের কথা... নিপুণ পরিচালনায় 'পালান'-এর গল্প বুনেছেন পরিচালক। 






ছবিটির প্রযোজনা করছে 'প্রমোদ ফিল্মস অ্যান্ড বিগ ডে' (Pramod Films & The Big Day) প্রযোজনা সংস্থা। কলকাতার একটি বাড়িতে বাস করা বিভিন্ন চরিত্রদের নিয়ে মৃণাল সেন তৈরি করেছিলেন 'খারিজ'। তাঁর জন্ম শতবার্ষিকীতে 'পালান'-এর হাত ধরে সেই চরিত্রদেরই ফিরিয়ে আনছেন কৌশিক। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি 'পালান'।


এর আগেই প্রকাশ্যে আনা হয়েছিল ছবির লুক। চোখে চশমা, কাঁচা পাকা দাড়ি আর বিভ্রান্ত চাহনিতে অঞ্জন দত্ত মনে করাচ্ছেন 'খারিজ'-এর চরিত্রকেই। সাদামাটা লুকে দেখা গেল মমতা শঙ্করকে। তাঁতের শাড়ি, মাথায় ঘোমটা এবং কপালের টিপের মধ্যে অমিল হয়নি একটুও। ১৯৮২ থেকে ২০২২। কেবল মুখে বয়সের ছাপ আর চশমা ছাড়া অবিকল যেন 'খারিজ'-এর চরিত্রই। পাওলি আর যীশুর লুকও যথেষ্ট সাদামাটা।


সোশ্যাল মিডিয়ায় 'পালান'-এর টিজার শেয়ার করে লেখা হয়েছে, 'মধ্যবিত্তের জীবনে কোনও সমস্যাই ‘খারিজ’ হয়ে যায় না। বদলায় শুধু। “পালান” আসছে ২২শে সেপ্টেম্বর। মধ্যবিত্ত এক পরিবারের গল্পকে তুলে ধরবে এই ছবি।


আরও পড়ুন: Nachiketa Exclusive: ‘আমি ট্রেন্ডসেটার, সবসময় সমাজকে থাপ্পড় মারছি’, জন্মদিনে নচিকেতা