কলকাতা: এই ছবির ঘোষণা করা হয়েছিল আগেই। আর এবার প্রকাশ পেল অভিনেতা অভিনেত্রীদের নাম। নতুন এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায় (Nilanjan Mukherjee)। ছবির নাম 'গুডবাই ভেনিস' (Goodbye Venice)। মুখ্যচরিত্রে দেখা যাবে, সৌরভ দাস (Sourav Das), দর্শনা বণিক (Darshana Bonik), নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও দিব্যাশা দাস (Dibyasha Das)-কে।                                   


কলেজের পর সময়ের স্বাভাবিক নিয়মে ছাড়াছাড়ি হয়ে যায় পাঁচ বন্ধুর। এর বহুদিন পর আবার মিলিত হন তাঁরা। একটি রোড ট্রিপের (Road Trip) জন্য একত্রিত হন তাঁরা এবং সেই রোড ট্রিপের শেষে কী হয় তাই নিয়েই এই গল্প। বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন আর প্রেমের গল্প বলবে এই ছবি। এখনও চূড়ান্ত হয়নি ছবি মুক্তির দিন।   



             


এর আগে প্রকাশিত পোস্টারে দেখা মিলেছিল চারটি অবয়বের। পিছনে ভেনিসের প্রেক্ষাপট। তাহলে পাঁচ নম্বর বন্ধু কোথায়?  পরিচালক জানিয়েছেন, সেটারই উত্তর দেবে এই সিনেমা। অন্যান্য রোড ট্রিপ সিনেমায় সাধারণত যা হয়ে থাকে, এই সিনেমার গল্প তার থেকে একেবারেই আলাদা হতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক।                 


ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অর্ণব লাহা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সৌম্য ঋত (Soumya Riit)। ছবিটি প্রযোজনা করছেন 'কুইনটেলস স্টুডিও' এবং কার্যনির্বাহী প্রযোজনা করছে 'সিনেনিক স্টুডিও'। 


এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সৌম্যঋত। ছবিতে তাঁর তৈরি করা ৫টি গান থাকছে। এই ছবির অধিকাংশ অংশ শ্যুট হবে ইতালির ভেনিসে এবং বাকি অংশ হবে রোম ও ফ্লোরেন্সে। সম্ভবত এটিই প্রথম বাংলা ছবি যার প্রিন্সিপাল ফটোগ্রাফি ইতালিতে হবে। আগামী বছর থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে। এই ছবিতে আরও এক অভিনেতাকে দেখা যাবে। যদিও তাঁর কাস্টিং নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে।


আরও পড়ুন: Dark Circles: প্রাকৃতিক উপায়ে কীভাবে দূর করবেন ডার্ক সার্কেলের সমস্যা? রোজের মেনুতে রাখুন এই খাবারগুল


আরও পড়ুন: Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?