কলকাতা: সাতপাকে বাধা পড়লেন বিটাউনের আরও এক অভিনেত্রী। আজ গুরুদ্বারে শুধুমাত্র আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন 'প্যায়ার কা পঞ্চনামা' খ্য়াত অভিনেত্রী সোনালি সায়গল। পাত্র মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী আশেশ এল সজনানী। গত ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন সোনালি ও আশেশ। বলিউডসূত্রে খবর, মে মাসে তাঁদের পরিবারের পক্ষ থেকে একটি ঐতিহ্য়বাহী রোকার আয়োজন করা হয়েছিল। যদিও সেই সময় সেই খবর প্রকাশ্য়ে আসেনি।


এই বিশেষ দিনটিকে সোনালি মনীশ মালহোত্রা ডিজাইন করা শাড়ি পরেছিলেন এবং আশেশ কনের পোশাকের রঙের সঙ্গে মিল রেখে পাগড়িসহ কুনাল রাওয়ালের একটি অফ-হোয়াইট শেরওয়ানি বেছে নিয়েছিলেন। তাঁদের বিয়ের থিম রাখা হয়েছিল গোলাপি ও সবুজ রঙের টোন।


আরও পড়ুন...


World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?


একটি সাক্ষাৎকারে জীবনের নতুন পর্ব সম্পর্কে কথা বলতে গিয়ে সোনালি বলেছেন: "আশেশ এবং আমি এই একটি জিনিস সম্পর্কে খুব নিশ্চিত ছিলাম যা আমরা চেয়েছিলাম, এমন লোকদের সঙ্গে একটি খুব সাধারণ বিয়ে যাঁরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য একটি খুব ব্যক্তিগত মুহূর্ত এবং তাই, আমরা একটি গুরুদ্বারে আমাদের বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমাদের দুজনের মা  এমটাই চেয়েছিলেন। তাঁদের ইচ্ছার মর্যাদা রাখতে পেরে আমরা আনন্দিত। আমরা সত্যিই আমাদের জীবনের এই নতুন পর্বের অভিজ্ঞতার সঞ্চয়ের জন্য় উন্মুখ হয়ে আছি।"


Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?


প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বিতীয়বারের জন্য় বিয়ের পিঁড়িতে বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী (Bollywood Actor Ashsish Vidyarthi )। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। বৃহস্পতিবার শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরান এই বর্ষীয়ান অভিনেতা। বিয়ের এই অনুষ্ঠানে পরিবার এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য়, আশিস বিদ্যার্থী দ্বিতীয় স্ত্রী রূপালী বড়ুয়া মূলত অসমের মেয়ে। তবে কর্মসূত্রে কলকাতায়। এশহরে তাঁর একটি ফ্যাশন স্টোর রয়েছে। তিনি জানিয়েছেন অনেক আগে থেকেই তিনি আশিস বিদ্যার্থীকে চেনেন। সেই থেকেই তাঁর সঙ্গে বন্ধুত্ব শুরু। এরপরেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি আশিস জানিয়েছেন, জীবনের এই সময় পৌঁছে রূপালিকে পাশে পেয়ে তিনি অভিভূত। আনন্দের এই দিনটিকে স্মরণীয় করতেই বন্ধুদের এবং পরিবারকে সঙ্গে নেন তিনি।