কলকাতা: 'এই শহর জানে আমার প্রথম সবকিছু... পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু..'... প্রায় ৩ মিনিটের ট্রেলার দেখতে দেখতে মনে পড়ে যায় এই গানটাই। শুরু থেকে শেষ, সমস্ত আবেগ, অনুভূতি, প্রেম, প্রেম ভাঙার গল্পে মিশে রইল তিলোত্তমা। 'শহরের উষ্ণতম দিনে' প্রেমের গল্প, হওয়া না হওয়ার গল্প বলতে এল 'ইচ্ছেনদী' জুটি। 


আজ মুক্তি পেল বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Sholanki Roy) অভিনীত 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine) ছবির ট্রেলার। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। বিক্রম ও শোলাঙ্কি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ, অনামিকা চক্রবর্তী ও অন্যন্যরা। 


এই ছবিতে শোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। অন্যদিকে এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। পুরনো সম্পর্ক ফেলে ঋতবান কেরিয়ারের টানে ৫ বছরের জন্য চলে যায় লন্ডনে। অন্যদিকে কলকাতাকে আঁকড়ে ধরেই অনিন্দিতা নিজের মতো করেই কেরিয়ার খুঁজে নেয়। ভালবাসা আর আবেগের টানে এই শহর ছাড়তে পারে না সে। 


৫ বছর পরে ঋতবান যখন শহরে ফিরে আসে, তখন বদলে গিয়েছে সবটা। শোলাঙ্কি ব্যস্ত নতুন সম্পর্কে। ঋতবান ফিরে আসায় ঝড় ওঠে তার জীবনে, সম্পর্কেও। পুরনো প্রেম ভুলে যাওয়া কী এত সহজ? যে শহরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে পুরনো স্মৃতি, ছাইচাপা আগুনের মতো ঋতবানের সম্পর্ক কুড়ে কুড়ে খেতে থাকে অনিন্দিতাকে। নতুন সম্পর্ক ফেলে অতীতে ফিরে যাওয়ার সাহস কী দেখাতে পারবে অনিন্দিতা? ঋতবানও কী নিজের ভুল বুঝতে পারবে? উত্তর মিলবে পর্দায়। 


ট্রেলার জুড়ে যে চিত্র ফুটে উঠল, সেখানে অভিনয় ও সম্পর্কের পাশাপাশি দুচোখ ভরে দেখাই যায় কলকাতাকে। আইকনিক জায়গা থেকে শুরু করে নাম না জানা সব অলিগলি.. 'শহরের উষ্ণতম দিনে' জুড়ে শুধুই কলকাতা আর কলকাতা। তবে শুধু প্রেমের সম্পর্ক নয়, ধরা পড়ল বন্ধুত্বের গল্পও। সম্পর্ক আর বন্ধুত্বের মিশেলে তিলোত্তমা কতটা মন কাড়তে পারল, সেই উত্তর দেবে বক্সঅফিস। 


আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?


আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?