কলকাতা: এই গল্প এক স্বপ্নপূরণের। স্টার জলসার ১৫ বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে আসছে নতুন ধারাবাহিক 'তোমাদের রানি'। সম্প্রতি শহরের একটি পাঁচতারা হোটেলে একসঙ্গে উদযাপন হল নতুন শো ও প্রথম সারির এই চ্যানেলের জন্মদিন। ধারাবাহিকের কলাকুশলী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও তৃণা সাহা (Trina Saha)। কেক কেটে, সবাই মিলে চলে আনন্দ-যাপন।


সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গর্ভস্থ অবস্থায় চিকিৎসক হওয়ার পরীক্ষা দিচ্ছেন ধারাবাহিকের নায়িকা রাণী। এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার। তিনি বলছেন, 'আমার চরিত্রটা একটি ছোট শহরের মেয়ের, যাদের বাড়িতে পড়াশোনার ওপর তেমন জোর দেওয়া হয় না। মাধ্যমিক পাস করলেই যথেষ্ট। কিন্তু রানির ইচ্ছা, সে চিকিৎসক হবে। ধীরে ধীরে রানি উচ্চামাধ্যমিক দেয়.. তারপরে শুরু করে চিকিৎসক হওয়ার পড়াশোনা। ঠিক তখনই তার জীবনে আসে দুর্জয়। তাকে ভালবেসে ফেলে রানি। কিন্তু সেই প্রেমের সম্পর্ক এগিয়ে যেতেই রানি বুঝতে পারে, সে অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেই, বাড়ির কারোও সমর্থন না পেয়ে, নিজের চিকিৎসক হওয়ার লড়াই চালিয়ে যেতে থাকে রানি। এই চরিত্রটা কেবল মেয়েদের নয়, নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই ভীষণ অনুপ্রেরণার হতে চলেছে বলেই আমার বিশ্বাস।'


ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস বলছেন, 'একটা খুব স্বচ্ছ গল্পকে ছোটপর্দায় তুলে ধরার চেষ্টা করছি আমরা। গত ১৫ বছরে এমন কোনও গল্প তুলে ধরা হয়নি বলেই আমার বিশ্বাস। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল, ধারাবাহিকের গল্প বলায় একটা পরিবর্তন আনা প্রয়োজন। আমরা সবসময় নারীচরিত্রকে দেখে এসেছি যে পরিবারের জন্য নিজের জীবন, কেরিয়ারকে ত্যাগ করছে। কিন্তু আমাদের গল্প এমন একটা নারীচরিত্রকে দেখায়, যে বলবে, নিজের সম্পর্কের জন্য আমি কেরিয়ারকে আত্মত্যাগ করছি না। আমি বিয়ে করেছি মানে, কেরিয়ারকে ছেড়ে দেব এমনটা নয়। এখনও অনেক মহিলাকে দেখবেন, যাঁরা হয়তো বলবে, বিয়ে বা সন্তান জীবনে আসার পরে, নিজেদের কেরিয়ার ছেড়েছেন তাঁরা। কিন্তু সেই সময়টা ধীরে ধীরে বদলাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা একদিকে যেমন স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে, তেমনই বিয়ে, সন্তান এই সব সম্পর্ক, দায়িত্ব নিয়েই চলতে চাইছে।'


আগামীকাল থেকে সন্ধে ৬টার টাইম স্লটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 


আরও পড়ুন: Jawan Review: নজরকাড়া অ্যাকশন, শাহরুখ ম্যাজিকেই বাজিমাত 'জওয়ান'-এর