কলকাতা: ছোটপর্দায় ফের একবার মুখ্যচরিত্রে রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। বর্তমানে দাঁড়িয়েই কল্পনার আশ্রয় নিয়ে এক অতিপ্রাকৃত গল্প বলবে এই ধারাবাহিক। এর কাহিনী লিখেছেন সাহানা দত্ত (Sahana Dutta)। রাজদীপের সঙ্গে এই ধারাবাহিকে জুটি বাঁধছেন সুস্মিতা দে (Susmita Dey)।
এই ধারাবাহিকের গল্পের শুরুতে দেখানো হয় এক অন্তঃসত্তা মহিলা এক মন্দিরে আসেন। একটি কন্যাসন্তানের জন্ম হয়। অবাক হয়ে সেই মন্দিরের পুরোহিত দেখে, শিশুকন্যাকে রক্ষা করছে এক সাপ। সেই মেয়েটি জন্ম থেকেই এক অদ্ভূত ক্ষমতা নিয়ে জন্মায়। সাপেদের সঙ্গে কথা বলতে পারে সে। অন্যদিকে রাজদীপের চরিত্রের নাম কিঞ্জল চৌধুরী। পেশায় ব্যবসায়ী। সাপের বিষ থেকে প্রাণদায়ী ওষুধ বানানোর চেষ্টায় রয়েছে সে। এই দুই চরিত্রকে নিয়েই এগিয়ে যাবে গল্প।
আরও পড়ুন: Sweta Bhattacharyya: বাড়ির সকলের প্রিয় তিনি, কিন্তু বিবাহবিচ্ছেদ চাইছেন শ্বেতার স্বামী!
লেখক সাহানা দত্ত বলছেন, 'আমরা এই যুগে দাঁড়িয়েই একটা রূপকথার গল্প বলার চেষ্টা করেছি। সবাই ঘরোয়া গল্প, সম্পর্কের ওঠাপড়ার গল্প বলতে ব্যস্ত। আমার মনে হয়েছিল যদি নতুন স্বাদ দেওয়া যায় কিছু, তাই এই গল্পের সূচনা। পঞ্চমীর চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে। এই প্রথম এমন অলৌকিক ক্ষমতাধারী কোনও ভূমিকায় অভিনয় করবেন তিনি।
৫ নভেম্বর থেকে সন্ধে সাড়ে ৮টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।