কলকাতা: ফের নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্রে শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacaryya)। সদ্যই তাঁর প্রথম ছবির কাজ শেষ করেছেন তিনি। দেব (Dev) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র নতুন ছবি প্রজাপতি (Projapoti)-তে দেখা যাবে শ্বেতাকে। আর, ফের ছোটপর্দায় মুখ্যচরিত্রে ফিরছেন শ্বেতা। হানি বাফনার সঙ্গে 'সোহাগ জল' ধারাবাহিকে জুটি বাঁধছেন তিনি।                                         


এই গল্পে শ্বেতার চরিত্রের নাম জুঁই। খুব ছোটবেলায় বাবা-মাক হারায় সে। বাবার শেষ ইচ্ছা রাখার জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলে জুঁই। পাশাপাশি নিজের স্বপ্ন ও ইচ্ছাপূরণ করতেও চায় সে। বাড়ির অন্যান্যরা জুঁইকে চাপ দেয় জমি বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু জুঁই তার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ। জুঁইয়ের স্বপ্ন, সে কখনও বিয়ে করবে এবং বদলে যাবে তার জীবন।                                                             


আরও পড়ুন: Vikram Gokhale Death: 'হাম দিল দে চুকে সনম', 'ভুলভুলাইয়া' দেখে নিন বিক্রম গোখল অভিনীত অনবদ্য কিছু চরিত্র


অন্যদিকে, হানি বাফনার চরিত্রের নাম শুভ্র। সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে। বড়ভাইয়ের সঙ্গে হামেশাই ব্যবসার কাজে বাইরে যেতে হয় তাঁকে। একটি জমি ও ব্যবসা সংক্রান্ত কারণেই জুঁইকে বিয়ে করে শুভ্র। কিন্তু বিয়ে বা প্রেমে বিশ্বাসী নয় সে। জুঁই কিন্তু বিবাহে বিশ্বাসী। সে চেষ্টা করে একজন ভাল স্ত্রী, একজন ভাল পুত্রবধূ হয়ে ওঠার। কিন্তু জুঁই বুঝতে পারে, পরিবারের সবাই তাকে আপন করে নিলেও স্বামী শুভ্রর মনে জায়গা করে নিতে পারেনি সে। কিছুদিন বাদে শুভ্র বিচ্ছেদ দায় জুঁইয়ের থেকে। এরপরে সম্পর্কের টানাপোড়েনেই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প।                                                                                                                                                         


শ্বেতা ও হানি বাফনা ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন, লোপামুদ্রা সিংহ, অস্মি ঘোষ, পুষ্পিতা মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, ইন্দ্রনীল মজুমদার, অর্ণব চৌধুরী ও অন্যান্যরা। বাংলা টকিজ প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় ২৮ সেপ্টেম্বর থেকে টেলিকাস্ট হবে এই ধারাবাহিকের। রাত ৯টায় জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক।