কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2023) আসতে বাকি আর কয়েক দিন। বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘিরে প্রস্তুতি চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। শহর থেকে শহরতলি সেজে উঠছে পুজোর সাজে। আর এই আবহেই প্রকাশ্য়ে এল মনামী ঘোষের (Monami Ghosh) নতুন মিউজিক ভিডিও (Music Video)। এই ভিডিও থিম অবশ্য়ই দুর্গাপুজো। পাশাপাশি রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। মিউজিক ভিডিওটির নাম 'আইলো উমা বাড়িতে'। ভিডিও প্রকাশ্য়ে আসার আগেই শুরু হয়েছে গেছে প্রচার। অভিনেত্রীর অনুরাগীদের ভিডিও ঘিরে প্রত্য়াশাও চরমে।
মিউজিক ভিডওটির পরিচালনা করেছেন সৈকত বারুরি (Saikat Baruri)। এর আগে তাঁর পরিচালিত 'ভিটামিন এম'ও বেশ সমাদৃত হয়েছিল দর্শকমহলে। 'আইলো উমা বাড়িতে' ভিডিওর জন্য গান গেয়েছেন সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী (Antara Nandi), গানের সুর নির্মাণ করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি, গানের কথা লিখেছেন আকাশ চক্রবর্তী (Akash Chakraborty)।
এই মিউজিক ভিডিও প্রসঙ্গে এবিপি লাইভকে (ABP Live) মনামী বললেন, "এই মিউজিক ভিডিওতে একেবারে আদ্যোপান্ত বাঙালি ইমোশানে ঘেরা এক গল্প উপহার পেতে চলেছেন দর্শক, পুজোর মিউজিক ভিডিও যেহেতু নাচ তো আছেই, তবে এই মিউজিক ভিডিওর গল্পই প্রধান আকর্ষণ। এক নারীর জীবন ঘিরে তৈরি হয়েছে এই ভিডিওর গল্প। যা শেষে চোখে জল এনে দেবে দর্শকের। তাই পুজোর আবহে এই ভিডিও যে দর্শকের মন জয় করে নেবে এবিষয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত।
মনামী জানান, তাঁর গোটা টিম শুরুর দিন থেকে এই মিউজিক ভিডিওটি বানানোর জন্য় দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। ফলে তিনি সকলের কাছে কৃতজ্ঞ।
আরোও পড়ুন...
এর পাশাপাশি মনামী আরও জানান যে, এই ভিডিওর ভাবনা ও পোশাক পরিকল্পনাও তাঁর নিজের। ফলে তাঁর অনুরাগীরা এবার তাঁকে গল্পকার ও ফ্য়াশান ডিজাইনার হিসেবে আবিষ্কার করতে চলেছেন। ফলে নতুন এই কাজ নিয়ে অসম্ভব আশাবাদী টলিপাড়ার এই অভিনেত্রী।
আগামীকালই মনামী ঘোষের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও। দর্শকের এই ভিডিও কেমন লাগে। এখন অপেক্ষা সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন