কলকাতা: বন্ধুই পারে মন ভাল করে দিতে। বন্ধুত্ব, ভালবাসার এই না বদলানো রঙই খোঁজার চেষ্টা করেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত, ‘আবার বছর কুড়ি পরে’  (Abar Bochhor Koori Pore) ছবিটিতে। মুক্তি পেল ছবির নতুন গান 'বন্ধু'।


আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh) অভিনীত ছবিটি মুক্তি পাবে ১৪ জানুয়ারি। প্রকাশ্যে এল ছবির নতুন গান। রণজয় ভট্টাচার্যের লেখায় ও সুরে গানটি গেয়েছেন সিধু ,পটা এবং শাওনি মজুমদার। 


 



কিছুদিন আগেই মুক্তি পায় ছবির টাইটেল গান। সেখানেও পরতে পরতে উঠে আসে বন্ধুত্বের কথা। ছবির মূল ভাবনা খুব সুন্দর কিছু মুহূর্তের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে গানে। রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) গলায় ধরা পড়েছে নস্টালজিয়া। 


হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরে আসবে ২০ বছর পর? না কি বন্ধুর ডাকে এবার সংসার ছেড়ে ফিরবে না কেউ? আগেই মুক্তি পায় ট্রেলার ও টিজার। তাতে মনে রেখে যায় এই প্রশ্নগুলোই। শুরুটা হয় আবীর চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) একটা ফোন দিয়ে, ফোনের ওপারে রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh)। কলকাতায় ফিরে আবীর ফোন করেন রুদ্রনীলকে। রুদ্রনীলের আবদার, বনি আর নীলাকে বলে দিই? তারপর? আস্তে আস্তে প্রকাশ পায় সব চরিত্রেরা। 


আরও পড়ুন: Srijit Mukherji: 'চলে গেলেন সৃজিত', পোস্ট শেয়ার করে রসিকতা স্বয়ং পরিচালকের


গোটা ছবির শ্যুটিংই হয়েছে পাহাড়ে। করোনাবিধি মেনেই শেষ হয়েছে ছবির কাজ। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এই শীতেই বড় পর্দায় মুক্তি পাবে 'আবার বছর কুড়ি পরে'। নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া, বাঁচতে ভুলে যাওয়া বন্ধুদের 'আবার বছর কুড়ি পরে' যদি দেখা হয় তাহলে? এমনই অন্যরকম এক প্রেক্ষাপটে ছবির গল্পকে বুনেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত।