বেঙ্গালুরু: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। বিতর্কের মাঝে এই ছবি করছে দুর্দান্ত ব্যবসাও। এবার এই ছবি দেখে তাঁর প্রতিক্রিয়া দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তাঁর কথায় এই ছবি 'বিষাক্ত সন্ত্রাসবাদ'-এর (poisonous terrorism) ঘটনা প্রকাশ্যে এনেছে। 


'দ্য কেরালা স্টোরি' দেখলেন জে পি নাড্ডা, কী প্রতিক্রিয়া তাঁর?


রবিবার বেঙ্গালুরুর গারুদা মলে 'দ্য কেরালা স্টোরি' ছবিটির এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। কর্ণাটকের ওই অঞ্চলেই আপাতত আসন্ন নির্বাচনের প্রচার করছেন নাড্ডা। বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে তিনি ছবি দেখেন। 


'দ্য কেরালা স্টোরি' দেখে সাংবাদিকদের মুখোমুখি হন নাড্ডা। তিনি বলেন, 'এক নতুন ধরনের সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে যেখানে গোলাবারুদের ব্যবহার নেই, 'দ্য কেরালা স্টোরি' সেই বিষাক্ত সন্ত্রাসবাদকেই প্রকাশ্যে এনেছে। এই ধরনের সন্ত্রাস কোনও রাজ্য বা ধর্মের সঙ্গে জড়িত নয়...।'


প্রসঙ্গত, কর্ণাটকে ভোটের প্রচারে এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে 'দ্য কেরালা স্টোরি', এবং ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।' নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায় এবং সন্ত্রাসীদের পরিকল্পনা ফাঁস করে।' 


তার আগে, এই ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, 'ছবির মাধ্যমে সঙ্ঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'


আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!


এই ছবি প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, 'দেখুন, আমি সিনেমাটি দেখিনি কিন্তু অনেকেই এই ছবিটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আমি আজ পড়লাম, ভুল হলে শুধরে দেবেন, হাইকোর্ট বলেছে যে সিনেমাটিকে নিষিদ্ধ করা যাবে না। আমার মনে হয় সিনেমাটি আইসিস ছাড়া আর কাউকে খারাপ হিসেবে দেখাচ্ছে না, তাই না? যদি হাইকোর্ট, দেশের সবচেয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান একথা বলে, তাহলে তারা অবশ্যই সঠিক। ISIS একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্যাপারটা তো এমন না যে আমি ওদের সন্ত্রাসবাদী বলছি, আমাদের দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকী বাকি দেশও ওদের তাইই বলে।' তাঁর কথায়, 'আমি সেই সকল মানুষের কথা বলছি যাঁদের মনে হচ্ছে এই ছবি ISIS নয়, তাঁদের আক্রমণ করছে। যদি আপনার মনে হয় এটা আপনাকে আক্রমণ করছে তাহলে আপনি সন্ত্রাসবাদী। আমি কিছু বলছি না ভাই, এটা সহজ অঙ্ক।'