মুম্বই : গায়িকা - সঙ্গীত পরিচালকের জুটিকে বিয়ের পর আশীর্বাদ পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi ) । গত ৬ নভেম্বর গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিবাহের পরে মুম্বইতে ( Mumbai ) তারকাখচিত জমায়েত হয় ৷ বহু সেলিব্রিটি এবং ভক্ত ছাড়াও, নবদম্পতির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে অভিনন্দন-পত্র আসে।
মিঠুন এবং পলক (Palak and Mithoon) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চিঠির একটি ছবি শেয়ার করার সঙ্গে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান।
দম্পতিকে আশীর্বাদ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ' পালক ও মিঠুন বিশ্বাসের সঙ্গে যৌথ ভাবে জীবনপথের সওয়ারি হয়েছে। তাঁদের হার্দিক অভিনন্দন। বিয়ের শুভ অনুষ্ঠানে তাঁদের অকুণ্ঠ অভিননন্দন। '
আশা রাখি, ' আপনারা দুজনে একে অপরের প্রতি ভালবাসা অটুট রেখে, প্রতিটা দিন এগিয়ে চলবেন। শতায়ু কামনা করি আপনাদের। পরিবার ও বংশের সমৃদ্ধি নিয়ে আসুন '
প্রধানমন্ত্রী আরও লিখেছেন,' সারাজীবন একে অপরের পাশে থাকুন। একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করুন। ভালবেসে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। দায়িত্বভার ভাগ করে নিন। জীবন পথে একে অপরের আদর্শ সঙ্গী হয়ে উঠুন। '
সব শেষে আবারও তিনি নবদম্পতিকে আশীর্বাদ করেন।
সম্প্রতি বহুদিনের বন্ধু মিঠুনকে বিয়ে করেন পালক মুচ্ছল। কুন্দন-লেহঙ্গার সাজে সেজেছিলেন গায়িকা। পলকের দিক থেকে সেদিন চোখ ফেরানোই যাচ্ছিল না। দুজনে একসঙ্গে আসেন সন্ধেবেলার পার্টিতে। পালকের স্বামী মিঠুনকে সেদিন দেখা গেল সাদা শেরওয়ানিতে। । দুজনেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তাই তাঁদের বিয়ের সান্ধ্য অনুষ্ঠানের নিমন্ত্রিতর তালিকা ছিলেন সোনু নিগম, কৈলাস খের। নিমন্ত্রিত ছিলেন টেলিভিশনের একঝাঁক তারকা। রবিনা দিলেক, অভিনব শুক্লা, রেশমী দেশাই পার্থ সমথান।