Elon Mask: সদ্যই ট্যুইটারের (Twitter) মালিকানা পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। ইতিমধ্যেই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এবার প্রকাশ্যে এল নতুন খবর। শোনা যাচ্ছে, ইলন মাস্ক তাঁর ইলেকট্রিক গাড়ির (Electric Car) কোম্পানি টেসলার শেয়ার (Tesla Share) ফের বিক্রি করেছেন। এবার তার পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার। চলতি বছরই টেসলা কোম্পানির শেয়ারের প্রায় ২০ বিলিয়ন ডলার অফলোড করেছেন তিনি। ট্যুইটারে কিনে নেওয়ার জন্য ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছিলেন ইলন মাস্ক। সেই বিনিয়োগে পুঁজি যোগাতেই এই বিপুল পরিমাণ টেসলার শেয়ার অফলোড করা হয়েছে বলে অনুমান। তারপর ফের একবার ৩.৪ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার বিক্রি করেছেন তিনি। তাহলে কি ট্যুইটার কিনতে গিয়ে ক্ষতি হয়েছে ইলন মাস্কের? এখন এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে।
এর আগে ইলন মাস্ক চলতি বছর এপ্রিল মাসে ৮.৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছিলেন। তারপর অগস্ট মাসে বিক্রি করেছিলেন ৬.৯ বিলিয়ন ডলারের শেয়ার। সেই সময় ট্যুইট করে টেসলার কর্ণধার জানিয়েছিলেন যে এরপর আর টেসলা কোম্পানির কোনও শেয়ার বিক্রির পরিকল্পনা নেই তাঁর। তবে অগস্ট মাসে শেয়ার বিক্রির পর ফের টেসলার শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক। অনুমান, সেই সময় ট্যুইটার কেনার জন্য মোটা টাকা খরচ করতে হয়েছিল এই ধনকুবেরকে। আর তার জন্যই ফের একবার টেসলা কোম্পানির শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক। এখানেই শেষ নয়। সেই সময় ট্যুইটার কেনার চুক্তি থেকে পিছিয়ে আসার কারণে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তিনি।
গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই একের পর পরিবর্তন হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। দায়িত্ব নেওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। এমনকি সরিয়ে দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও। ট্যুইটারের আগের সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে নতুন সিইও নিজেই হয়েছেন ইলন মাস্ক। বোর্ড অফ ডিরেক্টদের সরিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও চাকরি গিয়েছে অনেক কর্মীর। শুধু তাই নয় ট্যুইটারের নিয়ম কানুনেও আগামী দিনে একাধিক বদল আসবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ইলন মাস্ক। এখন প্রশ্ন হল স্পেস এক্স কিংবা টেসলার মতো ইলন মাস্ক ট্যুইটারও কি সফল ভাবে পরিচালনা করতে পারবেন? মার্কিন ধনকুবের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে সকলের মনে।
আরও পড়ুন- ভারতে ট্যুইটারের ৯০ শতাংশ কর্মী ছাঁটাই, এ পর্যন্ত কতজনের চাকরি গেল জানেন ?