আমি প্রিয়ঙ্কার মোকাবিলা করতে পারব না, বললেন নিক জোনাসের প্রাক্তন গার্লফ্রেন্ড
ABP Ananda, Web Desk | 24 Jun 2018 12:56 PM (IST)
মুম্বই: প্রাক্তন প্রেমিক নতুন করে প্রেমে পড়েছেন। হৃদয় ভেঙে যাওয়ারই কথা, আর যথারীতি মনকষ্টে ভুগছেন নিক জোনাসের প্রাক্তন প্রেমিকা ডেল্টা গুডরেম। মন্তব্য করেছেন, প্রিয়ঙ্কার মত বড় তারকার মোকাবিলা করতে পারবেন না তিনি। ৩৩ বছরের ডেল্টা গুডরেম, অস্ট্রেলীয়, পেশায় গায়িকা। ২০১১ সালে তিনি ও নিক ডেট করা শুরু করেন, বছরখানেক টেকে সম্পর্ক। দীর্ঘদিন পর ফের ডেল্টার হৃদয়ে পুরনো প্রেমিকের জন্য ভালবাসা জেগেছিল। নিককে এ কথা বলেনও তিনি। কিন্তু নিক তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি যথেষ্ট সিরিয়াস। এরপরই ভেঙে পড়েছেন ডেল্টা। তিনি বলেছেন, প্রিয়ঙ্কার মত নামী তারকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা তাঁর নেই, যাঁর বেস্ট ফ্রেন্ড ব্রিটিশ রাজপরিবারের সদস্য।