নয়াদিল্লি: ইনফ্লুয়েঞ্জা এ-তে (Influenza A) আক্রান্ত তারকা সঙ্গীতশিল্পী নিক জোনাস (Nick Jonas)। সম্প্রতি এক ভিডিওয় নিজেই জানিয়েছেন অসুস্থতার কথা। ইনস্টাগ্রামে এই খবর দিয়েছেন শিল্পী যার ফলে আগামী বেশ কিছু শো তাঁদের বাতিল করতে হয়েছে বলেও জানান। নিক, কেভিন ও জো জোনাসের মিলিত ব্যান্ড 'দ্য জোনাস ব্রাদার্স'-এর (The Jonas Brothers) এই সপ্তাহান্তে মেক্সিকোয় পারফর্ম করার কথা ছিল। তবে নিকের অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানের তারিখ বদলে দেওয়া হয়েছে।
অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী, বাতিল করতে হল শো
ইনফ্লুয়েঞ্জা এ-তে আক্রান্ত প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। এদিন একটি ভিডিও শেয়ার করেন নিক। সেখানে তিনি লেখেন, 'হাই বন্ধুরা। আমি খুব বিচ্ছিরি একটা ইনফ্লুয়েঞ্জা এ-তে আক্রান্ত হয়েছি যেটা এখন চারপাশে খুব হচ্ছে, এবং এই মুহূর্তে আমি গান গাইতে পারছি না। আমরা সবসময় আপনাদের শ্রেষ্ঠ শো উপহার দিতে চাই এবং এখন মেক্সিকোর শোগুলোর জন্য সেটা একেবারেই করতে পারব না।'
এরসঙ্গে তিনি আরও জানান, কোন কোন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। তিনি লেখেন, 'এই অনুষ্ঠানগুলোর তারিখ পরিবর্তন করে অগাস্টে করা হয়েছে। মেক্সিকো সিটি: ৮/২১ ও ৮/২২। মন্টেরে: ৮/২৪ ও ৮/২৫। এই ঘটনার জন্য আপনাদের যে সমস্যার সৃষ্টি হল তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আপনাদের ভালবাসা। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ অনুরাগী। অগাস্টে ১২০ শতাংশ নিয়ে হাজির হব।'
'দ্য জোনাস ব্রাদার্স'-এর পরবর্তী কনসার্ট হবে আয়ারল্যান্ডে, যার পরে গোটা লন্ডন ও ইউরোপ জুড়ে তাদের শো রয়েছে। ১৬ অক্টোবর পোল্যান্ডে শোয়ের মাধ্যমে সফর শেষ হওয়ার কথা। এই বছরের প্রথম কনসার্ট ছিল তাঁদের নিউজিল্যান্ডে, ফেব্রুয়ারি মাসে। এই বছরই প্রথমবার জোনাস ব্রাদার্স ভারতে পারফর্ম করেন। প্রিয়ঙ্কা চোপড়ার স্বামীর ব্যান্ড, প্রথমবার গান শোনায় তাঁর শ্বশুরবাড়ির দেশে। উত্তেজনা ছিল প্রবল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।