তাঁর জন্মদিন ৫ নভেম্বরই শুরু হবে এই শো। বিরাট কোহলির চরিত্রের ছায়াতেই তৈরি হয়েছে সুপার ভি নামক অ্যানিমেটেড সুপারহিরোর চরিত্রটি। বিরাটও আশাবাদী, এই সিরিজের চরিত্রগুলি ও এর সুন্দর গল্প বলার ধরন সহজেই ছোটদের মন কাড়বে। এই সিরিজের ট্যাগলাইন 'লেটস প্লে'। চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি এই শো-এর একটি প্রোমো লঞ্চ করেছে। তাতে অ্যানিমেটেড কোহলির সঙ্গে কথোপকথন করতে দেখা যাচ্ছে আসল বিরাটকে। ক্যাপ্টেন কোহলি তাকে রীতিমত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন। ১৩ পর্বের এই সিরিজ হাসি, মজা, নাটক, অ্যাকশনে পরিপূর্ণ। প্রতি এপিসোডের শেষ কোহলি আসবেন। গল্পের সারমর্ম বলবেন। এই গপ্পো থেকে কী শিক্ষণীয়, তাও বলবেন ভারতীয় দলের অধিনায়ক। সুপারহিরো অবতারে কোহলি, জন্মদিনেই আসছে নতুন টেলিসিরিজ 'সুপার ভি'
Web Desk, ABP Ananda | 19 Oct 2019 08:30 AM (IST)
"ছোটবেলায় আমিও সুপারহিরোদের ভক্ত ছিলাম।কমবয়সীদের কাছে পৌঁছানোর সবথেকে ভাল মাধ্যম হল অ্যামনিমেশন। আমি খুব আশাবাদী, এই শোটি সব বয়সের দর্শকেরই পছন্দ হবে।", বললেন বিরাট
মুম্বই: আট থেকে আশি। এই মুহূর্তে অনুরাগীদের সংখ্যায় বিরাট কোহলি পেছনে ফেলেছেন অনেক তারকা ক্রিকেটারকেই। ক্রিকেটপ্রেমী কিশোর-কিশোরীদের মধ্যেও কাহলির জনপ্রিয়তা তুঙ্গে। এবার তাদের কথা ভেবেই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে বিরাট কোহলির সুপারহিরো অবতার, সুপার ভি। অ্যানিমেশনের জাদুতে ছোটপর্দায় জীবন্ত হয়ে উঠবেন ক্যাপ্টেন কোহলি। "ছোটবেলায় আমিও সুপারহিরোদের ভক্ত ছিলাম।কমবয়সীদের কাছে পৌঁছানোর সবথেকে ভাল মাধ্যম হল অ্যামনিমেশন। আমি খুব আশাবাদী, এই শোটি সব বয়সের দর্শকেরই পছন্দ হবে।", বললেন বিরাট।