এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী নিধি অগ্রবাল
Photo: Manav Mangalani
Photo: Manav Mangalani
Photo: Manav Mangalani
Photo: Manav Mangalani
দেখুন আরও কিছু ছবি ((Photo: Manav Mangalani)
নিধি হিপ-হপ ও বেলি ড্যান্সিকে প্রশিক্ষণও নিয়েছেন। তিনি ছোট থেকে অভিনেত্রী হতে চেয়েছেন।
সদ্যসমাপ্ত আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন তিনি।
কে এল রাহুল ভারতীয় দলের ব্যাটসম্যান।
নিধি বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক।
নিধি Miss Diva 2014-র প্রতিযোগীও ছিলেন। এখন বলিউডে কেরিয়ার তৈরির চেষ্টা করছেন তিনি।
নিধি বেঙ্গালুরুর বাসিন্দা এবং অত্যন্ত পরিচিত মডেল।
নিধিকে মুন্না মাইকেল সিনেমায় দেখা গিয়েছিল। যদিও ওই সিনেমা বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।
আর রাহুলের পরনে ছিল সাদা টি শার্ট ও জিন্স।
নিধিকে ক্র্যাপ টপ ও রিপড জিন্সে দেখা গিয়েছে।
নিধি অগ্রবালের সঙ্গে রাহুল ডেটে গিয়েছিলেন। এর কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
বিশ্বাস না হলে, এই ছবিগুলিই তার প্রমাণ।
বলিউডে তাঁর উচ্ছ্বল লাস্যময়ী রূপ নজর কেড়েছে অনুরাগীদের। তিনি নিধি অগ্রবাল। এই নিধিকে দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে ডেট করতে।