কলকাতা: কেরল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত পরিচালক ইন্দ্রাশীষ আচার্য 'নীহারিকা'। ২৭ কেরালা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে শিলাজিৎ মজুমদার, মল্লিকা মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়ঙ্কা গুহ, রাজেশ্বরী পাল অভিনীত এই ছবিটি।                                                                                                                                                         


ছবির সাফল্যে খুশি পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরাও। এই গল্প অন্ধকার থেকে উঠে আসা একটি মেয়ের ভালোভাবে বাঁচতে শেখার। পরিচালকের কথায়, এই গল্প একটি মেয়ের উত্থানের। প্রতিকূল পরিস্থিতির মধ্যে কীভাবে সে নিজের জীবনকে বেছে নেয়, সাজিয়ে নেয়, সেই গল্পই বলবে এই ছবি। এই গল্প শর্ত ছাড়া ভালোবাসার আর একটা বাড়ির সঙ্গেও যে একটি মেয়ের আত্মিক সম্পর্ক হতে পারে তা দেখাবে।                                                                                                                                                               


আরও পড়ুন: Srijtato New Film: হাতে হাত রেখে পরমব্রত-প্রিয়ঙ্কা, শ্রীজাতর প্রথম ছবি আসছে জানুয়ারিতেই


নীহারিকা’য় একটা বড় ভূমিকা থাকছে প্রকৃতির। আর তার সঙ্গে মানানসই শ্যামাসঙ্গীত ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান ব্যবহার করা হয়েছে। ডিসেম্বর মাসের ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল।                 


গ্রীষ্ম-বর্ষা-শীত বাস্তবের ঋতু মেনেই পর্দায় ধরা দিয়েছে এক-একটি ঋতু। এইভাবে ছবির শ্যুটিং করতে গিয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের লেগে গিয়েছে প্রায় দু’বছর। অবশেষে কাজ শেষ হয়েছে সেই ছবির। নাম ‘নীহারিকা’। ছবির শ্যুটিং হয়েছে গিরিডি, শিমুলতলা, মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে। যে অঞ্চল এক সময় বাঙালির কাছে ‘পশ্চিম’ বলে পরিচিত ছিল। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে চলে আসা একটি মেয়ের জীবন কীভাবে প্রকৃতি বদলে দিল, তাই নিয়েই এই ছবির গল্প এগোবে। আবার সেই মেয়ের জীবনে রয়েছে এক অন্ধকার অতীত। এই চরিত্রেই দেখা যাবে অনুরাধাকে। আর সে যে বাড়িতে থাকে তার নাম 'নীহারিকা'।