কলকাতা: সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) ও নিখিল জৈন (Nikhil Jain)। টলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন নেহাত কম নয়। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একাধিক ঘনিষ্ঠ সূত্রে খবর তাঁদের মধ্যে সম্পর্ক আরও ঘনীভূত। আর সেই জল্পনাই আরও উস্কে দিল সৌরসেনীর জন্মদিনে (Happy Birthday Sauraseni) নিখিলের পোস্ট। 


সৌরসেনীর জন্মদিনে নিখিলের পোস্ট, টলিপাড়ায় জোর গুঞ্জন


ফের কি নতুন সম্পর্কের হদিশ পেতে চলেছে টলিউড? ১৩ এপ্রিল, সৌরসেনী মৈত্রর জন্মদিন। রাত ১২টা বাজার খানিক পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকার সঙ্গে এক অদেখা ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন।


নিখিল জৈন পেশায় ব্যবসায়ী। তাঁর ব্র্যান্ডের নতুন মুখ সৌরসেনী স্বয়ং। সম্প্রতি তাঁদের নতুন পোশাকের উদ্বোধনের পূর্বে তার ফটোশ্যুট সারেন দুজনে। সূত্রের খবর, সেই শ্যুটিংয়ের সময়েই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন তাঁরা। তবে নিজেদের মুখে কখনওই কিছু স্বীকার করেননি কেউ। 


 






এদিনের পোস্টে দেখা যায় নতুন কালেকশন লঞ্চের পার্টি থেকে একটি ছবি পোস্ট করেছেন নিখিল। একে অপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছেন তাঁরা। ক্যাপশনে লিখলেন, 'শুভ জন্মদিন সৌরসেনী। চিরকাল এভাবেই হাসতে থাকো।' সেই সঙ্গে লিখলেন, 'খালি অন্ধকার থেকে সাবধানে'...। ফলে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ এখন কেমন তা নিয়ে ফের জল্পনা তুঙ্গে।




আরও পড়ুন: Sanjay Dutt: শ্যুটিং সেটে আহত হওয়ার খবর অস্বীকার, 'ভাল আছি', ট্যুইট সঞ্জয় দত্তের


প্রসঙ্গত, এবার ওয়েব সিরিজে দেখা যাবে 'বার্থডে গার্ল' সৌরসেনী মৈত্রকে। সিরিজের নাম 'অমৃতের সন্ধানে-দ্য বেনারস চ্যাপ্টার' (Amriter Sandhane - The Banaras Chapter)। সৌরসেনীর সঙ্গে দেখা যাবে দেবাশীষ মণ্ডল (Debashish Mondal) ও চন্দন রায় সান্যালকে (Chandan Roy Sanyal)। বাংলা নববর্ষে ওয়েব প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস' (Addatimes)-এ মুক্তি পাবে নতুন এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত। বাংলা নববর্ষকে মাথায় রেখেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে ৮ এপিসোডের এই ওয়েব সিরিজটির। ১৪ তারিখ থেকে 'আড্ডা টাইমস'-এ দেখা যাবে এই সিরিজটি। 


প্রসঙ্গত, সম্প্রতি মালিকানা বদল হয়েছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস'-এর। ২০১৬ সালে শুরু হয়েছিল 'আড্ডা টাইমস'-এর যাত্রা। এই প্ল্যাটফর্মে কনটেন্টের সংখ্যাও ছিল সীমিত। ওটিটি প্ল্যাটফর্মকে নতুনভাবে সাজাতেই কি এই মালিকানা বদলের সিদ্ধান্ত? সুরিন্দর ফিল্মসের (Surindar Films)-এর কর্ণধার নিসপাল সিং রানে (Nishpal Singh Rane) বলছেন, 'আঞ্চলিক এবং গোটা দেশে ছবি ও ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি আমরা। বর্তমান পরিস্থিতিতে বিনোদন দুনিয়ায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই 'আড্ডা টাইমস'-এর মালিকানা হাতে নেওয়ার সিদ্ধান্ত।'