মোহালি: ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে নতুন এক স্টাইল স্টেটমেন্ট এনে হাজির করেছিলেন তিনি। বিরাট কোহলি (Virat Kohli)। গালে সূঁচালো দাড়ি। সঙ্গে মানানসই গোঁফ। বিরাটের কেতায় মন মজেছিল আট থেকে আশির। পরে ভারতীয় ক্রিকেট দলের অনেক তারকাই কোহলির আদলে গোঁফ দাড়ি রাখা শুরু করেন। যাঁদের মধ্যে অন্যতম রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মা। 


কোহলি না জাডেজা, কার গোঁফ দাড়ি বেশি পছন্দের? আইপিএলের ফাঁকেই এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল শিখর ধবনকে (Shikhar Dhawan)। যিনি এখন প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের (PBKS) অধিনায়ক। টুর্নামেন্টে ভাল জায়গায় রয়েছে তাঁর দল। ধবনও দুরন্ত ছন্দে। আপাতত সবচেয়ে বেশি রান করায় অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলে।


ধবন বলেছেন, 'কোহলি। কারণ, অনেক বেশি যত্ন করে ও।' সঙ্গে জানতে চাওয়া হয়েছিল, মিচেল স্টার্ক নাকি পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, কার ইয়র্কার বেশি ধারাল? ধবন বলেন, 'মিচেল স্টার্ক।' দিল্লি ও মেলবোর্নের মধ্যে সেরা শহর বেছে নিতে বলা হয়েছিল। দুই শহরই ধবনের জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি নিজে দিল্লির ক্রিকেটার। দিল্লিতেই তাঁর বেড়ে ওঠা। অন্যদিকে তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়, যাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তিনি থাকেন মেলবোর্নে। ছেলে জোরাবরও রয়েছে মায়ের সঙ্গে মেলবোর্নে। একটা সময় খেলার ফাঁকে সময় পেলেই মেলবোর্নে উড়ে যেতেন ধবন। তবে পছন্দের শহর হিসাবে বেছে নিয়েছেন দিল্লিকেই।


এবারের আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছে শিখর ধবনের। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার। তবে ধারাবাহিকতার অভাবে দল থেকে বাদ পড়েছেন। এ বছরই অক্টোবর ও নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্বকাপের দলে কি ধবনকে দেখা যাবে? বিশেষজ্ঞরা বলছেন, আইসিসি টুর্নামেন্টে বরাবর সফল দিল্লির বাঁহাতি ক্রিকেটার। তাই, হিসেবের বাইরে রাখা যাবে না ধবনকে।


আর তাঁকে যে সত্যিই হিসেবের বাইরে রাখা যাবে না, তা প্রমাণ করে চলেছেন  ধবন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ধবন খেলেছেন ৩ ম্যাচ। রানের নিরিখে তিনি সকলের আগে। আপাতত অরেঞ্জ ক্যাপ রয়েছে ধবনের দখলে।


এবার পাঞ্জাব কিংস দলের অধিনায়ক করা হয়েছে ধবনকে। ৩ ম্যাচে ২২৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় শুনলে চমকে উঠতে হবে। ২২৫! রয়েছে দুটি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? অপরাজিত ৯৯ রান। যা তিনি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিংয়ের বিরুদ্ধে। যে বোলিং আক্রমণে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ তারকার পাশাপাশি রয়েছেন উমরন মালিকের মতো দ্রুত গতির পেসার। ১৪৯ স্ট্রাইক রেট ধবনের। অর্থাৎ, প্রত্যেক একশো বলে ১৪৯ রান করেন।



আরও পড়ুন: জানতামও না শেষ ওভারে কত রান দরকার ছিল, বলছেন কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক