চেন্নাই: পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে অপরাজিত ৩২ রানের এক দুরন্ত ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তবে অল্পের জন্য ধোনি দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন। তিন রানে পরাজিত হতে হয় সিএসকেকে (CSK)। এই ম্যাচের পরেই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) জানান ধোনির হাঁটুতে চোট রয়েছে এবং সেই কারণেই তিনি ম্যাচে স্বাভাবিকভাবে রান নিতে পারছিলেন না।


ধোনির চোট?


ম্যাচ শেষে সিএসকে কোচ ফ্লেমিং বলেন, 'ওর হাঁটুতে চোট রয়েছেন। ওর দৌড়নো দেখলেই তা সহজেই বোঝা যাবে। এই চোটের ফলে ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। তবে তা সত্ত্বেও ও যে কতটা দক্ষ, আজকের ম্যাচে আরও একবার তা প্রমাণিত হয়ে গেল। ওর ফিটনেস বরাবরই যে কোনও পেশাদারের জন্য উদাহরণ।'


বর্তমানে ধোনি আইপিএল বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। এ বারের আইপিএল শুরুর আগে প্রাক-মরসুমে সিএসকের অনুশীলনেও ধোনিকে হাঁটুতে নিক্যাপ পড়ে দেখা গিয়েছিল। তবে তেমন কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলায় ধোনির এই চোট বলে মানতে নারাজ ফ্লেমিং, পাশাপাশি সিএসকে অধিনায়কের দীর্ঘমেয়াদি ফিটনেস নিয়েও বিন্দুমাত্র চিন্তিত নন ফ্লেমিং।


'ও টুর্নামেন্টের আগে ফিটনেস নিয়ে কাজ করার জন্য খুব একটা সময় পায় না। সেই কারণেই টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে ক্যাম্পে যোগ দেয় ও। ও মোটামুটি ফিট থাকেই, রাঁচিতে কিছু নেট সেশনেও অংশ নেয়। তবে ওর প্রাথমিক ফিটনেস অনুশীলনটা চেন্নাইতে আসার মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায়। ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করে এবং ও যে এখনও কতটা ভাল খেলোয়াড়, তার পরিচয় আজকের ম্যাচেই পাওয়া গেল। তাই ওর ফিটনেস নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তত নেই।' বলেন সিএসকে কোচ। 


ধোনিকে স্মারক উপহার


তিনি ম্যাচ জেতাতে না পারলেও, এদিন হলুদ ব্রিগেডের হয়ে টস করতে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করেন ধোনি। সিএসকের (CSK) অধিনায়ক হিসাবে এটি ধোনির ২০০তম ম্যাচ ছিল। প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে কোনও দলকে ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন 'ক্যাপ্টেন কুল'।


এই উপলক্ষ্যেই ম্যাচের আগে এক বিশেষ স্মারক উপহার পান ধোনি। প্রাক্তন আইসিসি সভাপতি এন শ্রীনিবাসন, সিএসকের কর্ণধার সংস্থার ম্যানেজিং ডিরেক্টরও বটে, তিনিই সিএসকের তরফে মাহির এক হাতে বিশেষ স্মারক উপহার হিসাবে তুলে দেন। ধোনি হাসিমুখে সেই উপহার গ্রহণও করেন। সিএসকে সতীর্থ তথা কোচিং স্টাফরা সকলেই ধোনির এই বিশেষ পুরস্কার গ্রহণের সময় মাঠে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: দুই দলের সামনেই লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি, কোথায় কখন, দেখবেন পাঞ্জাব-গুজরাত দ্বৈরথ?