কলকাতা: তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম 'নিনি চিনি'জ় মাম্মা' অর্থাৎ নিনি আর চিনির মা। তিনি একজন মা, তিনি একজন নারী। আর সেই পরিচয় নিয়েই 'রাত-দখল'-এ অংশ নিলেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা (Nilanjana)। তবে রাস্তায় বেরিয়ে সবার সঙ্গে পা মিলিয়ে নয়, বাড়িতে থেকেই, শঙ্খে ফুঁ দিয়ে। সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে নিলেন নীলাঞ্জনা। 


বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনেও সমস্যার মধ্যে রয়েছেন নীলাঞ্জনা। সমস্যা চলছে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)। বর্তমানে বাড়িতে থাকছেন না যীশু, শোনা যাচ্ছে মুম্বইতেই আপাতত তাঁর বাস। বর্তমানে বাংলায় কাজ করেছেন যীশু, 'খাদান'-এর শ্যুটিং সেরেছেন তিনি। তবে নিজের বাড়িতে থেকে নয়, শোনা যাচ্ছে সেই সময়ে দিদির বাড়িতে থাকছিলেন যীশু। অন্যদিকে দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে বাড়িতেই রয়েছেন নীলাঞ্জনা। সদ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নীলাঞ্জনাকে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি লম্বা পোস্ট ও নিজের পদবি সরিয়ে দেওয়া থেকেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্কে ভাঙনের জল্পনা। নীলাঞ্জনা জানিয়েছিলেন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছিলেন দুই মেয়ে সারা আর জারা এবং বোন চন্দনাকে। সেখানে যীশুর নামও উল্লেখ করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় যীশুকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা। একই কাজ করেছেন সারা এবং জারাও। যদিও যীশু সেনগুপ্ত কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না। 


সম্ভবত অসুস্থতার কারণেই দুই মেয়েকে নিয়ে রাস্তায় নামতে পারেননি নীলাঞ্জনা। তবে কথা ছিল, মেয়েদের রাত দখল-এ যাঁরা রাস্তায় নেমে যোগ দিতে পারবেন না তাঁরা যেন বাড়ি থেকেই শঙ্খধ্বনি করেন। দুই মেয়েকে নিয়ে তাই শাঁখ বাজিয়েছেন নীলাঞ্জনা। সেটাই তাঁর আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদ। ক্যাপশানে নীলাঞ্জনা লিখেছেন, একজন মেয়ে হিসেবে, দুই মেয়ের মা হিসেবে তিনি বুঝেছেন এই প্রতিবাদ করা উচিত। সারা এবং জারাকেও দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরে, মায়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। নীলাঞ্জনার এই উদ্যোগে সাধুবাদ দিয়েছে নেটদুনিয়া। 


 






আরও পড়ুন: Tollywood on RG Kar issue: আরজি কর কাণ্ডের জের! বাতিল 'বাবলি'-র বিশেষ শো, চূড়ান্ত প্রভাব টলিউডের অন্যান্য ছবিতেও


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।