রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি এবং নীতা অম্বানির মেয়ে ঈশার এনগেজমেন্ট উপলক্ষে গতকাল অ্যান্টিলিয়ায় এক রাজকীয় পার্টির আয়োজন করা হয়েছিল। গত সপ্তাহের শেষে দীর্ঘদিনের পারিবারিক বন্ধুর ছেলে আনন্দ পিরামলের সঙ্গে এনগেজমেন্ট হয় ঈশার। সোমবার রাতে বিয়ের আগে গড ধানা অনুষ্ঠানটি আয়োজন করেন অম্বানি দম্পতি।

 

সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রণবীর কপূর, অয়ন মুখার্জী, কর্ণ জোহরের মতো একাধিক বলিউড ব্যক্তিত্ব। অনুষ্ঠানে হাজির ছিলেন স্বস্ত্রীক মুকেশের ছোট ভাই অনিল অম্বানি। অনুষ্ঠানে নীতা অম্বানিকে নাচতে দেখা গেল। মায়ের সঙ্গে তাল মেলালেন মেয়ে ঈশাও।