মুম্বই: মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত 'লগান' (Lagaan), 'দেবদাস' (Devdas), 'লাগে রহো মুন্না ভাই' (Lage Raho Munna Bhai)-এর শৈল্পিক পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই (Nitin Chandrakant Desai)। তবে অসুস্থতা নয়, প্রথম পাওয়া খবর অনুযায়ী, আত্মহত্যা করেছেন খ্যাতনামা এই পরিচালক, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ। মুম্বইয়ের অদূরে নিজের কারজাতের স্টুডিওতে বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। আজ সকালে, আর্ট ডিরেক্টরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় সহকারীরা।
এখনও পর্যন্ত অজানা আর্ট ডিরেক্টরের আত্মহত্যার কারণ। কিন্তু শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন তিনি। তবে সেটাই তাঁর আত্মহত্যার কারণ কি না তা এখনও জানা যায়নি। শৈল্পিক পরিচালকের জন্ম দাপোলিতে। হিন্দি ও মারাঠি ছবিতে কাজের জন্য মূলত পরিচিত তিনি। 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam) (1999), 'লগান' (Lagaan) (2001), 'দেবদাস' (Devdas) (2002), যোধা আকবর (Jodhaa Akbar) (2008), এবং প্রেম রতন ধন পায়ো (Prem Ratan Dhan Payo) (2015)-র মতো ছবিতে কাজ করে তিনি নজর কেড়েছিলেন।
২০ বছরের কেরিয়ারে, আশুতোষ গোয়ারিকর (Ashutosh Gowarikar), বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra), রাজকুমার হিরানি (Rajkumar Hirani) ও সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)-র মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। কেবলমাত্র আর্ট ডিরেক্টর নয়, প্রযোজনার কাজও সামলেছেন নীতিন দেশাই।
একাধিক পিরিয়ড ছবির সেট বানিয়ে তিনি নজর কেড়েছিলেন। কেবল বড়পর্দায় নয়, ছোটপর্দার জন্যও একাধিক সেট তৈরি করেছিলেন নীতিন। 'স্লামডগ মিলিওনিয়ার' ছবির জন্য কোন বনেগা ক্রোড়পতির একটি সেট ও তাজমহলের ভিতরের একটি সেট তৈরি করেছিলেন তিনি।
অভিনেতা হিসেবেও কাজ করেছিলেন তিনি। 'হাম সব এক হ্যায়', 'দাউদ: দৌড়ে মজা', 'হ্যালো জয় হিন্দ', 'বালগন্দর্ব'-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 'হ্যালো জয় হিন্দ' ছবিতে পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন 'অজিন্তা' ছবিতেও। প্রযোজক হিসেবে তিনি 'রাজা শিবছত্রপতি' ও 'ট্রাকভর স্বপ্না'- ছবিতে কাজ করেছেন।
শিল্প নির্দেশক হিসেবে 'পারিন্দা', '১৯৪২: একটি প্রেমের গল্প', 'আ গালে লগ জা', 'দ্রোহ কাল', 'ওহ ডার্লিং! ইয়ে হ্যায় ইন্ডিয়া', 'ডন', 'সালাম বোম্বে!', 'মুন্নাভাই এমবিবিএস'-এর মতো বহু ছবিতে শৈল্পিক নির্দেশকের কাজ করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial