মুম্বই: কিছুদিন আগেও তিনি ছিলেন বলিউডের কমেডি কিং। কিন্তু এখন সম্পূর্ণ অন্য ধাঁচের সিনেমায় নিজেকে সরিয়ে নিয়েছেন অক্ষয় কুমার। এখন তিনি ব্যস্ক প্যাডম্যান, গোল্ড, মোগল, কেশরী-র মত ছবি নিয়ে। ফলে তাঁর সবথেকে হিট বাণিজ্যিক ছবিগুলির সিকোয়েলে কাজের অফার বেরিয়ে যাচ্ছে তাঁর হাত থেকে।

ওয়েলকাম ব্যাকে অক্ষয়ের জায়গায় কাজ করেছেন জন আব্রাহাম। আবার নমস্তে লন্ডনের সিকোয়েলে তাঁর জায়গায় দেখা যাবে অর্জুন কপূরকে।
এবার শোনা যাচ্ছে, সিং ইজ কিং-এর নির্মাতারা অক্ষয়ের জায়গায় অন্য এক অভিনেতাকে নিয়ে করতে চাইছেন ছবির সিকোয়েল শের সিং। তিনি কে এখনও চূড়ান্ত নয়, তবে রণবীর সিংহকে অক্ষয়ের জায়গায় দেখা যেতে পারে বলে খবর।



ছবির নির্মাতারা জানাচ্ছেন, অক্ষয় কুমার ও অজয় দেবগণের মতই রণবীরেরও সর্দারের চরিত্রে অভিনয়ের যাবতীয় গুণ রয়েছে। রণবীর গল্প শুনে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন, চেয়ে পাঠিয়েছেন স্ক্রিপ্টও।