চেন্নাই: জয়ললিতার মৃত্য়ুুতে শোকের আবহ সর্বত্র। তাই ১২ ডিসেম্বর ৬৬-তে পা দিতে চলা রজনীকান্তের সিদ্ধান্ত, এবার জন্মদিনে হবে না ধুমধাম। তামিল সুপারস্টারের প্রচার ম্যানেজার ট্যুইট করে তাঁর ভক্তদের উদ্দেশ্য়ে বলেছেন, রজনীকান্ত বারণ করেছেন, যাতে তাঁর জন্মদিন পালনে আড়ম্বর  না হয়। ব্যানার, পোস্টার কিছুই টাঙাবেন নাা। যোগাযোগ করা হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়াণের জেরেই তারকার এই সিদ্ধান্ত বলে জানান তিনি।


রজনীকান্তের জন্মদিনটি বাঁধনছাড়া উচ্ছ্বাসে  পালন করেন তাঁর অনুগামীরা। ব্যাপক আয়োজন থাকে।


অবশ্য এবার নতুন নয়, গত বছরও চেন্নাই, আশপাশের জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায়  কোনও আড়ম্বর হয়নি 'কাবালি' তারকার জন্মদিনে।


তামিলনাড়ুতে এখনও প্রয়াত নেত্রীর জন্য চোখের জল ফেলছেন  সাধারণ মানুষ। রাজ্য সরকার ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে ১৬ ডিসেম্বর থেকে এক সপ্তাহ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছে।