মুম্বই: ৩৭-এ পড়তে চলেছেন শাহিদ কপূর। বাত্তি গুল মিটার চালু ছবির জন্য আপাতত তিনি উত্তরাখণ্ডে।  সেখান থেকে অল্প সময়ের ব্রেক নিয়ে বিয়াস গিয়ে জন্মদিন পালন করবেন তিনি।

২৫ তারিখ শাহিদের জন্মদিন। গতবার মুম্বইতে বিরাট করে পার্টি হয়েছিল তাঁর জন্মদিনে। কিন্তু এবার তিনি মুম্বইতে নেই। তাঁর বাড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা ওদিন অমৃতসরে বিপাশা নদীর পাশে ছোট্ট শহর বিয়াস যাচ্ছেন তাঁর সঙ্গে দেখা করতে। সেখানেই সৎসঙ্গের আয়োজন করবেন তাঁরা।

শাহিদের ছবি পদ্মাবত দারুণ সাফল্য পেয়েছে। কিন্তু আগামী ছবির কাজে ব্যস্ত শাহিদ স্ত্রী মীরার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-ও পালন করতে পারেননি। তাই জন্মদিনে প্রতিবারের মত এবারও বিয়াসে গিয়ে সৎসঙ্গে যোগ দিতে চান তিনি।

শাহিদের পরিবারের সঙ্গে মীরার পরিবারের পরিচয় করিয়ে দেওয়া ধর্মীয় গুরু রাধা স্বামী এই সৎসঙ্গ আয়োজন করবেন। এতে যোগ দিতে প্রথমে দিল্লি আসবেন শাহিদ, তারপর সপরিবারে যাবেন বিয়াস। উত্তরাখণ্ডে এখন হাড়কাঁপানো ঠান্ডা, তাই ছোট্ট মেয়ে মিশাকে নিয়ে মীরা দিল্লি চলে আসছেন। শাহিদও দিল্লি এসে পড়লে তাঁরা একসঙ্গে রওনা দেবেন বিয়াসের দিকে।