আগরা: তাঁর সঙ্গে সলমন খানের কোনও সমস্যা নেই। এমনটাই দাবি করলেন সঞ্জয় দত্ত।


সম্প্রতি, একটি ‘ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেম’-এ অংশ নিয়েছিলেন সঞ্জয়। সাধারণত, এই গেমে প্রতিযোগীকে কোনও এক ব্যক্তির নাম জানানো হয়। তখন সেই ব্যক্তির সম্পর্কে প্রতিযোগীর মাথায় প্রথম কোন শব্দ আসছে, তা জানাতে হয়।


এরকই একটি গেমে সঞ্জয়কে সলমন খানের নাম বলা হলে তিনি উত্তরে ‘উদ্ধত’ বলেন। তাঁর এই মন্তব্যের পরই সলমন খান ও সঞ্জয় দত্তের মধ্যে সম্পর্কের জটিলতা তৈরি হয়েছে বলে কানাঘুষো শুরু হয়ে যায়।


যদিও, সঞ্জয় নিজে সেই খবর উড়িয়ে দেন। জানান, তাঁর ও সলমনের মধ্যে কোনও সমস্যা নেই। সঞ্জয়ের আরও দাবি, ‘উদ্ধত’ হওয়ার মধ্যে কোনও খারাপ কিছু নেই। উদ্ধত কোনও খারাপ শব্দও নয়। তিনি যোগ করেন, আমিও উদ্ধত হতে পারি, একজন প্রিয় উদ্ধত।


এখানে বলে রাখা প্রয়োজন, সঞ্জয় দত্ত ও সলমন খান একসঙ্গে এক জোড়া ছবিতে কাজ করেছেন-- ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’। বর্তমানে, আগরায় পরবর্তী ছবি ‘ভূমি’-র শ্যুটিংয়ে ব্যস্ত সঞ্জয়।