মুম্বই: আবার সুইত্জারল্যান্ডে অভিনেতা রণবীর সিংহ। এর আগেরবার আল্পসে গিয়ে তিনি শাহরুখ খানের ‘ডর’ ছবির ‘তু মেরে সামনে’ গানটির দৃশ্য নতুন করে তৈরি করেছিলেন। এবার বরফে ক্রিকেট খেলে তৈরি করলেন ‘লগান’ ম্যাজিক।





দিন কয়েক ধরে সুইত্জারল্যান্ডেই রয়েছেন রণবীর। আর সেখান থেকেই বিভিন্ন ভিডিও তিনি শেয়ার করেছেন। সেখানে আইস ক্রিকেট খেলেছেন এবার অভিনেতা, আর তার ছবিই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রণবীর।

 




তবে শেয়ার করা ভিডিওতে ধারাভাষ্যকার রণবীর সত্যিই অনবদ্য। তিনি সেখানকার আবহাওয়া পরিস্থিতির সঙ্গে সকলের পরিচয় করিয়েছেন। তারপর বোলারদের সঙ্গে পরিচয় করিয়েছেন। এমনকি ব্যাট হাতেও রণবীর অত্যন্ত প্রশংসনীয়। ক্রিকেট খেলার সময় তিনি বন্ধু রোহনের সঙ্গে স্লেজিংও করতে শুরু করেন।

ওই বরফে তৈরি করা হয় ‘লগান’ ম্যাজিকও। এক ব্যক্তিকে ‘লগান’ ছবির ডায়লগ অনুকরণে বলতে শোনা যায় ম্যাচ জিতলে তাঁকে দ্বিগুন ‘লগান’ দেবেন তিনি। আর সেইমতো ম্যাচের শেষ বলে একটি ছক্কাও হাঁকান অভিনেতা। এরপরই পিছনে বাজতে শুরু করে ‘লগান’ ছবির সেই বিখ্যাত গান ‘চলে চলো’।