বেঙ্গালুরু: বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতকে ব্যাকফুটে ঠেলে দিল অস্ট্রেলিয়া। গতকালের বিনা উইকেটে ৪০ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অসিরা শেষ করল ৬ উইকেটে ২৩৭ রানে। ৬০ রান করেন ম্যাট রেনশ। ৬৬ রান শন মার্শের। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে এগিয়ে ৪৮ রানে। ফলে খেলার তৃতীয় দিন চটজলদি অসিদের শেষ চার ব্যাটসম্যানকে ফেরাতে না পারলে এই টেস্টেও প্রবল চাপের মুখে পড়তে চলেছে বিরাট কোহলির দল।


আজ সকালে প্রথমে ডেভিড ওয়ার্নারকে (৩৩) ফেরান অশ্বিন। অজি অধিনায়ক স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ৮ রান করার পরেই রবীন্দ্র জাডেজার বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৮৭। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার ম্যাট রেনশ ও শন মার্শ। রেনশকে (৬০) ফিরিয়ে দিয়েছেন জাডেজা। এরপর তিনি পিটার হ্যান্ডসকম্বকেও (১৬) আউট করেছেন। এরপরেই আঘাত হানেন ইশান্ত শর্মা। তিনি শূন্য রানে মিচেল মার্শকে ফেরান। চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ১৬৩। দিনের তৃতীয় সেশনে শন মার্শকে ফেরান উমেশ যাদব।