মুম্বই: পর্দায় বড় বড় ভিলেনকে ঠেঙিয়ে শায়েস্তা করেছেন তিনি। কিন্তু নিজের হাঁটুর সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারছেন না শাহরুখ খান। চিকিৎসকরা জানাচ্ছেন, এই অবস্থা থেকে পুরোপুরি সেরে ওঠা রীতিমত কঠিন।
গত বছর ২১ মে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এসআরকে-র বাঁ হাঁটুতে সার্জারি হয়। অস্ত্রোপচার করা চিকিৎসক জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে হাঁটু নিয়ে ভুগছেন এই অভিনেতা, গত ৭ বছরে ব্যথা প্রচণ্ড বেড়েছে।
বুধবারও মাধ আইল্যান্ডে ছবির শ্যুটিং চলাকালীন শাহরুখকে দেখা যায়, বাঁ পা চেপে ধরে আছেন যন্ত্রণায়, কোনওরকমে ঠিক করছেন নি ক্যাপ।
চিকিৎসকরা জানিয়েছেন, ৫ মাস আগে তাঁকে ব্যথানিরোধক ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু এরপরেও পায়ে বারবার আঘাত লাগায় সমস্যা আরও বেড়েছে। হাঁটুর যা অবস্থা, তা ঠিক হওয়া দুষ্কর, সময়ও লাগবে প্রচুর।
শাহরুখকে বলা হয়েছে, সব সময় ধাতব নি ক্যাপ পরে থাকতে। কিন্তু এই নির্দেশ তিনি মানেন খুব কম। ছবিতে কোনওরকম অ্যাকশন বা পরিশ্রমসাধ্য দৃশ্যে কাজ করতে বারণ করা হয়েছে তাঁকে। তাও শোনেননি তিনি। ১০ মাস পর তাঁর পায়ে আরও একটি সার্জারি করবেন চিকিৎসকরা। দেখা হবে, টানা শ্যুটিংয়ে পায়ের যে ক্ষতি তিনি করেছেন, তা মেরামত করা যায় কিনা।