মুম্বই: শুক্রবার হঠাৎই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যান বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার নোরা ফতেহি। ডিলিট হয়ে যায় অভিনেত্রীর অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাঁর তৈরি রিল থেকে ভিডিও সবই মুহূর্তে ভাইরাল হয়েছে। কিন্তু সেই প্রোফাইল আচমকাই ডিলিট হয়ে যায়। দেখা যায় গোটা অ্যাকাউন্টটাই উড়ে গিয়েছে। এরপর শুরু হয় জল্পনা। অনেকেই জানতে চেয়েছে কেন এমন করলেন অভিনেত্রী।


নোরা ফতেহি এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন দুবাইয়ে। কয়েকদিন ধরে সেই ছুটি কাটানোর ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন নোরা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। নোরার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩৭.৬ মিলিয়ন। তাই সেই অ্যাকাউন্ট হঠাৎ ডিলিট হওয়ায় নানা প্রশ্ন ওঠে। এই মুহূর্তে নোরা দুবাইতে ছুটি কাটাতে গিয়েছেন। সেখান থেকে কিছু ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন। এই ছবিগুলিতে দুটি সাদা সিংহের সঙ্গে নোরাকে ছবি তুলতে দেখা গিয়েছে।



Nora Fatehi Insta Hacked: হঠাৎই নোরা ফতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট! কারণ জানালেন অভিনেত্রী নিজেই


তবে অনেকে মনে করছেন এটা ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ত্রুটিও হতে পারে। যদিও এ বিষয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, "দুঃখিত। আমার ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে। সকাল থেকেই আমার অ্যাকাউন্টে কেউ ঢোকার চেষ্টা হয়েছে। ইনস্টাগ্রাম টিমকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য।" 


নোরা ফতেহির (Nora Fatehi) নাচে মোহিত হননি এমন দর্শক খুব কমই আছে ভারতে। বলিউডে এমন কথাও শোনা যায় যে যদি কোনও মিউজিক ভিডিওয় নোরা ফতেহি থাকেন, তাহলে সেটা সুপারহিট হবেই হবে। যেমন ধরুন, 'ডান্স মেরি রানি' (Dance Meri Rani)। গুরু রনধাওয়ার (Guru Randhawa) এই গানে নোরা ফতেহির নাচ। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ট্রেন্ডিং লিস্টের শীর্ষে। এখনও নেটিজেনরা এই গান শুনে তাল মেলান। একাধিক ভাইরাল ভিডিও, রিল আমরা দেখেছি। এবার সেই তালিকায় নাম লেখালো রাশিয়ার এক খুদে কন্যা। 


রাশিয়ার এক খুদে পা মেলাচ্ছে 'ডান্স মেরি রানি' গানে। একেবারে 'জবরদস্ত' পারফর্ম্যান্স যাকে বলে। ভিডিওটি ভাইরাল হতেই নজরে পড়ে নোরা ফতেহিরও। সঙ্গে সঙ্গে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি ভিডিওটি শেয়ার করেন।