নয়াদিল্লি: এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং দর্শকদের পছন্দের নৃত্যশিল্পী হলেন নোরা ফতেহি (Nora Fatehi)। ইন্ডাস্ট্রিতে খুব বেশিদিন হয়নি। তবে এর মধ্যেই নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। জনপ্রিয় হয়েছে তাঁর 'ও সাকি সাকি', 'হায় গরমি' গানে নাচ বা 'পচতাওগে'-র মতো মিউজিক ভিডিও। অন্যদিকে, গুরু রণধাওয়া (Guru Randhawa)। পঞ্জাবের জনপ্রিয় পপ গায়ক। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় শিল্পী। গত বছরই একসঙ্গে কাজ করেন নোরা ও গুরু। অনুরাগীদের উচ্ছ্বাস চাপা থাকেনি। 'নাচ মেরি রানি' গানে তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক-শ্রোতারা।
সম্প্রতি নতুন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন নোরা ফতেহি ও গুরু রণধাওয়া। শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি নতুন সম্পর্কের শুরু হতে চলেছে? না কি সম্পর্ক শুরু হয়ে গিয়েছে সকলের চোখের আড়ালে?
গোয়ায় এক পাপারাৎজির ক্যামেরাবন্দি হন নোরা ও গুরু। ছবিতে স্পষ্ট বেশ খোশ মেজাজেই ছুটি কাটাচ্ছেন তাঁরা।
ওই চিত্রগ্রাহকের পোস্ট করা ছবিতে বিভিন্ন ধরণের কমেন্ট করেছেন অনুরাগীরা। তবে বেশিরভাগেরই মনে প্রশ্ন একটাই তাঁদের মধ্যে কি কোনও সম্পর্ক তৈরি হয়েছে? একাধিক অনুরাগীরা প্রশ্ন করেছেন, 'ওঁরা কি ডেট করছেন?' কেউ লিখেছেন, 'নতুন জুটি?'
আরও পড়ুন: Vicky Kaushal-Katrina Kaif Wedding: নাচে-গানে জমজমাট বিয়ের আসর, ভাইরাল ভিকি-ক্যাটের 'মেহেন্দি'র ছবি
ছবিতে দেখা যায় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্পে মেতেছেন গুরু রণধাওয়া ও নোরা ফতেহি। ফ্লোরাল প্রিন্টেড পোশাকে গুরু ও অন্যদিকে ক্রপ টপ-শর্টস পরে দেখা গেল নোরাকে।