মুম্বই: জনপ্রিয় 'বাহুবলী' সিনেমায় আইটেম সঙ-এ নজর কেড়েছিলেন নোরা ফতেহি। এবার সমুদ্র তটে শরীরী আবেদনময় নৃত্যশৈলীতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। আসলে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই তাঁর হট ডান্স মুভের ভিডিও পোস্ট করেন। এবার যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন তা ভাইরাল হয়ে গিয়েছে। পোস্টের ২৪ ঘন্টার মধ্যেই ভিডিওটি তিন লক্ষ বারের বেশি দেখা হয়ে গিয়েছে। ক্যাপশনে নোরা লিখেছেন, আপ লোগোঁ নে কহা থা অউর লিজিয়ে ইয়ে ইয়াহাঁ হ্যায়।
[embed]https://www.instagram.com/p/BkISvX4hcBV/?utm_source=ig_embed[/embed]
আগামী 'সত্যমেব জয়তে' সিনেমার গান 'দিলবর'-এ দেখা যাবে নোরাকে।
সমুদ্র তটে হট ডান্স মুভ নোরা ফতেহির, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2018 07:17 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -